প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১২ জানুয়ারী : বিশ্বের ক্রিকেট দুনিয়ায় আজও কিংবদন্তি ক্লাইভ লয়েড। তবে পড়ুয়াদের মাঝে শিক্ষকের ভূমিকা পালনেও তিনি যে অসাধারণ,সেটাই শুক্রবার দেখাগেল পূর্ব বর্ধমানের কালনার পূর্ব সাতগাছিয়া হাই স্কুলে।স্বামী বিবেকানন্দের জন্ম দিবসের দিনেই পূর্ব সাতগাছিয়া হাই স্কুলের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানের শুভারম্ভ হয়। সেই অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন ক্রিকেট বিশ্বকাপ জয়ী ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক ক্লাইভ লয়েড।তাঁকে ঘিরে স্কুলের বর্তমান ও প্রাক্তন পড়ুয়া থেকে শুরু করে সকলে যখন উন্মাদনায় ভাসছে তখন ক্লাইভ লয়েডকে একেবারে একজন সন্মানিয় শিক্ষকের ভূমিকাতেই অবিচল থাকতে দেখাগেল।শুধু শিক্ষকের ভূমিকায় অবিচল থাকাই নয়,খেলাধুলার জগৎ থেকে শুরু করে সব ক্ষেত্রে জ্ঞান ও শিক্ষার প্রয়োজনীয়তা যে কতটা, সেই বিষয়টিও তিনি পুড়ুয়াদের কাছে তুলে ধরেন।
ভারতের বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানিয়ে ক্লাইভ লয়েড অনুষ্ঠানে বক্তব্য রাখা শুরু করেন। প্রথমেই তিনি বলেন ,পূর্ব সাতগাছিয়া হাই স্কুলের পড়ুয়া ও শিক্ষকদের আতিথেয়তায় আমি মুগ্ধ। নিজের স্কুল জীবনের কথা সবাইকে স্নরণ করিয়ে দিয়ে লয়েড বলেন ,যেকোনো মানুষের জীবনের প্রিয় সময় এটাই হলো তাঁর স্কুল জীবন। আমিও গাযানার আমার স্কুল জীবনের আনন্দময় দিনগুলি কাটিয়েছি। আমার মত সবাই বড় হয়ে
তাদের স্কুলের জীবনের কথা স্মরণ করে। পড়ুয়াদের উদ্দেশ্যে ক্লাইভ লয়েড বলেন,সবার শিক্ষা দরকার এবং শিক্ষিত হওয়া দরকার। শিক্ষাই জ্ঞান এবং মনোবল যোগায়। জীবনে যে কোনো কাজে শিক্ষার দরকার হয়।তবে পড়ুয়াদের শিক্ষা অর্জনের কথা বললেও ,বেকারত্বের সমস্যায় এখন গোটা বিশ্বই ভুগছে,সেই কথাও ক্লাইভ লয়েডের বক্তব্যে উঠে আসে ।
জ্ঞান ও শিক্ষা খেলাধুলার জগৎতেও যে কতটা
কাজে লাগে সেই নিয়েও নিজের মত ব্যক্ত করেন
লয়েড ।তিনি বলেন,ক্রিকেট হোক বা ফুটবল, যে কোন ক্রীড়া ক্ষেত্রেই যদি কেউ আসতে চায় তবে তার ওই খেলার সম্পর্কে জ্ঞান থাকাটা অত্যন্ত আবশ্যক। এক্ষেত্রেও শিক্ষাগত যোগ্যতাই তাঁকে সাহায্য করবে। তবে হতাশ হবে না।জীবনের স্বপ্ন সার্থক করার জন্য সময় নষ্ট না করে তোমরা তোমাদের জীবনের চলার পথের রোড ম্যাপ তৈরি করো।খেলাধুলা করলেই যে জীবনে সফলতা পাবে, এমনটা গ্যারান্টি দিয়ে বলা যায় না।তবে চাম্পিয়ান হতে গেলে খেলার দক্ষতা সম্বন্ধে জ্ঞান অর্জন করতেই হবে।প্রতিদিন অনুলীলন করতে হবে । আর পরিকল্পনা করে মনোযোগ দিয়ে চেষ্টাটা চালিয়ে যেতে হবে“।সকলের উদ্দেশ্যে তাঁর উপদেশ ’ডেন্ট লুস ইয়ের হার্ট’।
বিশ্ব ক্রিকেট এবং তাঁর প্রিয় ক্রিকেটার দের নিয়েও লয়েড এদিন কথা তুলে ধরেন। তিনি বলেন,ব্রায়ন লারা,সচিন তেন্ডুলকর ,সৌরভ গাঙ্গুলী আমার খুব ভালো বন্ধু। রোহিত শর্মা ভালো ক্যাপ্টেন বলে তিনি মন্তব্য করেন।পাশাপাশি তাঁর মুখে নিউজিল্যাণ্ডের ক্যাপ্টেনের প্রশংসাও শোনা যায় । তাঁর সময়ে সুনীল গাভাস্কর গ্রেট ব্যাটসম্যান ছিলেন বলেও লয়েড বলেন। বর্তমান সময়ে ’ওয়ান ডে ক্রিকেট’,টেস্ট ক্রিকেট ছাড় টি টোয়েন্টি ক্রিকেটও খেলা হচ্ছে । এর মধ্যে কোন ক্রিকেট টুর্ণামেন আপনার ফেভারিট ?এই প্রশ্নের উত্তরে ক্লাইভ লয়েড জানিয়েদেন ,আমার ফেভারিট টেস্ট ক্রিকেট। এর ব্যখা দিতে গিয়ে লয়েড বলেন,টি টোয়েন্টি হল এক্সপেডিশন আর টেস্ট ক্রিকেট হল এক্সামিনেশন। এত কিছুর মধ্যেও ৮৩ বিশ্বকাপে হেরে যাওয়াটা যে তাঁকে এখনও বেদনা দেয় সেই আক্ষপের কথা ক্লাইভ লয়েডের মুখে এদিন শোনা গিয়েছে।।