তবু মনে রেখো যেদিন যাব চলে
স্মৃতিটুকু রেখো তব তপ্ত অশ্রুজলে,
নিস্তব্ধ নীরব উপত্যকার শীতল পথে
পাড়ি দেবে পার্থ চির ঘুমের কোলে।
সেদিন আর ধরবে কেমনে মোর হাত
ছাড়তে হবে চিরতরে তোমায় আমার সাথ
কায়া টুকু হবে অদৃশ্য কোন ছায়া
কুহেলিকা ঘেরা ঘোর নিশীথ রাত।
ফিরবনা আর কাটাতে দিনের পর দিন
ভবিষ্যৎ কল্পনা সকলই রবে অধরা,
মোর লাগি যদি না আসে অশ্রুজল
তবু ভবে নিও হয়ে আছি এক তারা।
অস্তিত্ব মোর থাকবেনা ইন্দ্রিয় অনুভবে
তবু রব আমি চির সত্য শাশ্বত হয়ে,
দেহ-বাসাংসি চিতার অনলে যাবে পুড়ে
তবু মনে রেখো আছি আমি পাশে রয়ে।
অমৃতলোকে দিব যবে পাড়ি মৃত্যুর হাত ধরে
স্মৃতিটুকু দিওনা হারায়ে মরমে লুপ্ত করে,
অধর পুটে হৃদয় পত্রে নামখানি যাবে হারায়ে
তবু মনে রেখো অক্ষয় রূপে আছি তোমাদের ঘরে।
ভুজপাশে লয়ে করবে দোসর মরণ আদর করে
নলিনী পত্রে বারি বিন্দু নিমিষেই যাবে ঝরে,
কোরোনা রোদন মিছে অকারণ অহর্নিশি ধরে
তবু মনে রেখো অধমেরে পরম যতন করে।
তবে এবার পায়ে পায়ে যাই চলে মৃত্যুরে মিতা করে
জীবন খেলা সাঙ্গ হোক অনিত্য এ সংসারে,
চুকিয়ে দেব সব বেচা কেনা তোমাদের ভরা হাটে
তবু মনে রেখো শুধু তোমাদের হৃদয় পত্র পরে।।