এইদিন ওয়েবডেস্ক,পাপুয়া নিউ গিনি,১১ জানুয়ারী : পাপুয়া নিউ গিনিতে সরকারি কর্মীদের বেতনে কাটছাট করায় ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে । সংঘর্ষে অন্তত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে । প্রসঙ্গত,বিদায়ী বছরের শেষ মাস ডিসেম্বরের বেতন পাওয়ার পর পুলিশ ও সরকারি কর্মচারীরা দেখতে পান, তাদের কারও কারও বেতন কমে অর্ধেকে নেমে এসেছে। এরপরই বুধবার রাজধানী পোর্ট মোর্সবিতে পার্লামেন্টের সামনে বিক্ষোভ শামিল হন কয়েক হাজার সরকারি কর্মী । তাদের সঙ্গে যোগ দেয় পুলিশবাহিনীও । তারা তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করে । এদিকে পুলিশও ধর্মঘটে থাকায় বিক্ষোভকারীরা দোকানপাট ভাঙচুর ও দেদার লুটপাট চালায় ।
সেই সময় ব্যবসায়ীদের সঙ্গে বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ বেধে যায় । সংঘর্ষে রাজধানী ও আশপাশের শহরে অন্তত ৮ জন নিহত হয় । পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠে যে সেনাবাহিনীকে পর্যন্ত নামাতে হয় । প্রধানমন্ত্রী জেমস মারাপে স্বীকার করেছেন, বুধবার সন্ধ্যা ও রাতে সহিংসতায় হতাহতের খবর নিশ্চিত করেছেনন। বৃহস্পতিবার সকালে জাতির উদ্দেশে ভাষণে তিনি সবাইকে সংযত হওয়ার আহ্বান জানান। জনসাধারণকে প্রধানমন্ত্রী মারাপে বলেন, আইন ভঙ্গ করে সুফল পাওয়া যাবে না। কোনো অনাচার সহ্য করা হবে না।
প্রধানমন্ত্রী স্বীকার করেন, কম্পিউটারে ত্রুটির কারণে সরকারি কর্মচারীদের বেতন-চেক থেকে প্রায় ১০০ ডলারের মতো কেটে গেছে। তবে কিছু বিক্ষোভকারী কর বাড়ানোর যে অভিযোগ তুলেছে, তা মিথ্যা।
স্থানীয় কর্মকর্তারা জানান, পুলিশের ধর্মঘটের সুযোগে কিছু ‘সুযোগসন্ধানী লোকজন’ লুটপাট চালিয়েছে।ন্যাশনাল ক্যাপিটাল ডিস্ট্রিক্ট গভর্নর পাওয়েস পার্কপ বলেন,’আমরা শহরে ভয়ানক পর্যায়ে সংঘর্ষ দেখলাম, যা আমাদের শহর ও দেশের ইতিহাসে আগে কখনও ঘটেনি। দুঃখজনকভাবে কিছু লোক প্রাণ হারিয়েছে।’।