এইদিন স্পোর্টস নিউজ,১১ জানুয়ারী : বুধবার রাতে সৌদি আরবের রিয়াদে অ্যাটলেটিকো মাদ্রিদকে ৫-৩ গোলে হারিয়ে কার্লো আনচেলত্তির দল উঠে গেল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে । আট গোলের থ্রিলার ম্যাচে শেষ হাসি হাসল রিয়াল মাদ্রিদ । ফাইনালে তাদের প্রতিপক্ষ বার্সেলোনা কিংবা ওসাসুনা। আজ বৃহস্পতিবার দল দুটি দ্বিতীয় সেমিফাইনালে লড়বে ।
আল-আউয়াল স্টেডিয়ামে ম্যাচের শুরুতে লিড নিয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদই। ছয় মিনিটে ডিয়েগো সিমনের দলকে এগিয়ে দেন মারিও হারমোসো। কুড়ি মিনিটে রিয়াল মাদ্রিদকে সমতায় ফেরান অ্যান্তনিও রুদিগার। নয় মিনিট পর ম্যাচে প্রথমবার এগিয়ে যায় আনচেলত্তির দল। গোল করেন ফারল্যান্ড মেন্ডি। কিন্তু লিড বেশি সময় ধরে রাখতে পারেনি রিয়াল। ৩৭ মিনিটে স্কোর লাইন ২-২ করেন অ্যান্তনিও গ্রিজম্যান। আর এই গোলের মধ্য দিয়েই গোলেই ক্লাবের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড ভাঙলেন ফরাসি ফরওয়ার্ড। প্রথমার্ধ শেষ হয় অমীমাংসিতভাবেই। দ্বিতীয়ার্ধে ম্যাচ ড্রয়ের সম্ভাবনা দেখা যায় । কিন্তু ৭৮ মিনিটে আত্মঘাতী গোল করে বসেন রুদিগার। এই গোলের ওপর দাঁড়িয়ে জয়ের স্বপ্ন দেখছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। তাতে বাদ সাধেন ড্যানি কারভাহাল। ম্যাচের ৮৫ মিনিটে নাটকীয়ভাবে রিয়ালকে সমতায় ফেরান স্প্যানিশ ডিফেন্ডার। ৩-৩ গোলে শেষ হয় নির্ধারিত দেড় ঘণ্টার খেলা।
অতিরিক্ত ত্রিশ মিনিটের খেলায়ও দর্শকরা যখন টাইব্রেকারের প্রহর গুণছিলেন তখনই ১১৫ মিনিটের মাথায় ফের আরও একটি আত্মঘাতী গোল করেন স্টিফান সাভিচ ।
তারপর আর অ্যাটলেটিকো মাদ্রিদ সমতায় ফিরতে পারেনি। বরং ম্যাচের শেষ মুহূর্তে তারা হজম করে আরও এক গোল। রিয়ালের জয়ের ব্যবধান বাড়ান ব্রাহিম দিয়াজ। শেষ হয়ে যায় প্রক্তন চ্যাম্পিয়নদের ফেরার আশা । আগামী রবিবার একই ভেন্যুতে ফাইনাল অনুষ্ঠিত হবে ।।