এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১১ জানুয়ারী : শিক্ষক নিয়োগ দূর্নীতি মামলায় তৃণমূল কংগ্রেস সরকারের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ বান্ধবীর ফ্লাটে অভিযান চালিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কোটি কোটি টাকা উদ্ধার করার পর মন্ত্রী উঁচু গলায় দাবি করেছিলেন তিনি নাকি ‘নিষ্পাপ’ । কিন্তু নিয়োগ দূর্নীতি মামলার তদন্ত প্রক্রিয়া যত এগিয়েছে ততই পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য । এবারে খোদ পার্থ চট্টোপাধ্যায় জামাই কল্যাণ ভট্টাচার্য দাবি করেছেন যে তার গুণধর শ্বশুর নাকি তার নাম ভাঁরিয়ে বেনামে নামে প্রচুর সম্পত্তি কিনে রেখে দিয়েছেন । এবারে চট্টোপাধ্যায়ের জামাইয়ের এই বক্তব্যকে হাতিয়ার করেছি ইডি । ফলে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় আষ্টেপৃষ্টে জড়িয়ে পড়েছেন ।
পার্থ চট্টোপাধ্যায়ের আয় বহির্ভূত ও বেনামি সম্পত্তি তদন্ত নেমেছে আয়কর দপ্তর । মামলার তদন্ত নেমে আয় কর দপ্তর জানতে পারি যে পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণ ভট্টাচার্যের নামে বেশ কিছু সম্পত্তি রয়েছে । যদিও আমেরিকা প্রবাসী কল্যাণ ভট্টাচার্যকে জেরা করে দপ্তর জানতে পারে সম্পত্তি কেনার বিষয়ে তার কোন হাতই নেই । তাকে সামনে রেখে তার শ্বশুর পার্থ চট্টোপাধ্যায় এই সম্পত্তি বেনামে কিনে রেখেছেন বলে জানতে পারি আয়কর দপ্তর । হাইকোর্ট দফতরের আধিকারিকদের জিজ্ঞাসাবাদে কল্যাণ ভট্টাচার্য সাফ জানিয়েছেন যে ওসব সম্পত্তির মালিক আমার শ্বশুর । এখন কল্যাণ ভট্টাচার্যের এই বয়ান কেই পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে হাতিয়ার করছে তদন্তকারী দল ।
প্রসঙ্গত,২০১৬ সালের নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগে ব্যাপক আকারের দুর্নীতি হয়। নিয়োগের পরীক্ষাতে না বসেই অনেকে চাকরি পেয়েছেন । অথচ পরীক্ষায় পাস করেও বহু চাকরি প্রার্থীদের নিয়োগ দেওয়া হয়নি । এখনো পর্যন্ত সব মিলিয়ে ২৫৫ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট । এই মামলায় ইতিমধ্যেই জেলে গেছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তার ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখার্জি । অর্পিতা মুখার্জির একাধিক ঠিকানা থেকে অর্ধশত কোটি টাকা উদ্ধার করেছে ইডি । পার্থ চট্টোপাধ্যায়েরও বহু বেনামের সম্পত্তির হদিশ হয়েছে তদন্তকারী দল ।।