এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),১১ জানুয়ারী : সরকারি প্রকল্পের ঋণের জন্য তিনজন আবেদনকারীর আবেদনপত্র বাতিল করে দিয়েছিল ব্যাঙ্ক কর্তৃপক্ষ । আবেদনপত্র বাতিল কেন করা হলো তা জানতে এক ব্লক আধিকারিক ব্যাঙ্কে গিয়েছিলেন । সেই সময় ওই আধিকারিককে হেনস্তার অভিযোগ উঠল ব্যাঙ্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার কৈথন গ্রামে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্কের শাখায় । এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার বিকাল থেকে রাত্রি আটটা পর্যন্ত ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় । গ্রামবাসীরা কাটোয়ার কৈথন গ্রামে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্কের শাখায় সামনে জড়ো হয়ে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন । পরে খবর পেয়ে কাটোয়া থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । যদিও ওই আধিকারিককে হেনস্থার অভিযোগ অস্বীকার করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ ।
জানা গেছে, ভবিষ্যত্ ক্রেডিট কার্ড প্রকল্পে বিশেষ ছাড়ের সুবিধা সহ ঋণদান কর্মসূচি চালু করেছে সরকার । ভিডিও অফিস থেকে অনুমোদনের পর আবেদনপত্র গুলি পাঠানো হয় ব্যাংকের শাখায় । কাটোয়া-১ ব্লকের গিধগ্রাম অঞ্চলের গ্রামগুলির বাসিন্দাদের পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্কের কৈথন শাখার মাধ্যমে ঋণ দেওয়া হচ্ছে ৷ কিন্তু অভিযোগ যে ৩ গ্রাহকের যথাযথ নথিপত্র জমা দেওয়া দেওয়া সত্বেও তাদের আবেদনপত্র বাতিল করে দেওয়া হয়েছে । পরে ওই তিনজন ব্লক প্রশাসনের দারস্থ হন ৷ তারই ভিত্তিতে বুধবার ব্যাংকের শাখায় গিয়েছিলেন কাটোয়া-১ যুব কল্যাণ আধিকারিক শিবশংকর বন্দ্যোপাধ্যায়সহ দু’জন ব্লক প্রশাসনের প্রতিনিধি । তিনি তিন গ্রাহকের আবেদনপত্র বাতিলের কারণ জানতে চাইলে ব্যাংকের আলো নিভিয়ে দিয়ে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ ।
জানা গেছে, শিবশংকর বাবু বিষয়টি ফোনে বিডিও কে জানান । এরপর বিডিওসহ কয়েকজন এসে তাকে উদ্ধার করে নিয়ে যায় । এদিকে এই ঘটনার কথা চাওড় হতেই ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় । বেশ কিছু গ্রামবাসী ব্যাংকের শাখায় জড়ো হয়ে তুমুল বিক্ষোভ দেখায় । যদিও পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে ।
এই বিষয়ে কাটোয়া-১ বিডিও ইন্দ্রজিত্ মারিক বলেন, ‘কৈথনের ওই ব্যাংকে পরিষেবায় একটা সমস্যা হয়েছিল, তবে তা মিটে গেছে ।’ যদিও এই বিষয়ে কর্তৃপক্ষের কোন মতামত পাওয়া যায়নি ।।