এইদিন ওয়েবডেস্ক,লখনউ,১১ জানুয়ারী : উত্তরপ্রদেশের ২১ হাজার মাদ্রাসা শিক্ষকের সাম্মানিক বন্ধ করতে চলেছে যোগী আদিত্যনাথের সরকার । এই মাদ্রাসা শিক্ষকদের ১৯৯৩-৯৪ সালে তৎকালীন কংগ্রেস সরকার ‘মাদ্রাসা আধুনিকীকরণ প্রকল্প’-এর অধীনে স্নাতক ও স্নাতকোত্তর যোগ্যতার শিক্ষক নিয়োগ করেছিল । এই প্রকল্পের উদ্দেশ্য ছিল মাদ্রাসায় তাদের ধর্মীয় শিক্ষা গ্রহণকারী শিশুদের সামাজিক, বিজ্ঞান, গণিত ও অন্যান্য ব্যবহারিক বিষয় পড়ানো । যাতে তারা ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষাও পায় ।
২০০৮ সালে এই স্কিমটি ‘মাদ্রাসায় মানসম্মত শিক্ষা প্রদানের স্কিম’-এ পরিবর্তিত করেছিল কংগ্রেস । প্রকল্পের অধীনে, মাদ্রাসায় পাঠদানকারী স্নাতক শিক্ষকদের মাসিক সাম্মানিক ৬,০০০ টাকা এবং স্নাতকোত্তর শিক্ষকদের ১২,০০০ টাকা করে দিচ্ছিল কেন্দ্রের কংগ্রেস সরকার । ২০১৬ সালে, উত্তরপ্রদেশের অখিলেশ সরকার এতে পরিবর্তন এনেছিল এবং মাদ্রাসায় পাঠদানকারী শিক্ষকদের সাম্মানিক বাড়িয়ে দিয়েছিল । অখিলেশ সরকার মাদ্রাসা শিক্ষকদের সাম্মানিক বাড়িয়ে স্নাতক স্তরে ৮,০০০ টাকা এবং স্নাতকোত্তর স্তরে ১৫,০০০ টাকা করে দেয় ।
যদিও পরে ২০২১-২২ সালে পূর্ববর্তী কংগ্রেস সরকারের এই প্রকল্পটি বন্ধ করে দেয় কেন্দ্রের বিজেপি সরকার ৷ তবে এতে উত্তরপ্রদেশের মাদ্রাসা শিক্ষকদের সাম্মানিকের উপর কোনো প্রভাব পড়েনি । কারন যোগ্যতা অনুযায়ী মাদ্রাসা শিক্ষকদের বেতন যথারীতি মিটিয়ে দিচ্ছিল রাজ্য সরকার । ফলে রাজকোষ থেকে প্রতিমাসে মাদ্রাসার শিক্ষকদের জন্য বিপুল অঙ্কের সাম্মানিক মেটাতে হচ্ছিল যোগী আদিত্যনাথের সরকারকে । এখন উত্তরপ্রদেশ সরকারের সংখ্যালঘু কল্যাণ বিভাগ মাদ্রাসা শিক্ষকদের এই সাম্মানিক দেওয়া বন্ধ করার নির্দেশ দিয়েছে ।।