এইদিন ওয়েবডেস্ক,রাজশাহী,১০ জানুয়ারী : বাংলাদেশের নাট্যকার, নাট্য পরিচালক তথা সাংবাদিক শিমুল সরকারের উপর প্রাণঘাতী হামলা হয়েছে । দুষ্কৃতীদল লোহার রড, চাপাতি ও চাইনিজ কুড়াল নিয়ে চড়াও হয়ে এলোপাথাড়ি পেটাতে ও কোপাতে শুরু করে । হামলার ঘটনাটি ভোটের দিন ৭ জানুয়ারি রাতে রাজশাহীর বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের সরেরহাট বাজারে স্মৃতি স্টুড়িও’র সামনে । খবর পেয়ে তার ছোট ভাই ফরহাদ হোসেন ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন ।
ঘটনার পরের দিন ৮ জানুয়ারী ফরহাদ হোসেন অজ্ঞাত ৫/৬ জনকে আসামি করে বাঘা থানায় একটি মামলা দায়ের করেন। শিমুল সরকার সরেরহাট গ্রামের বাঘা শাহদৌলা কলেজের প্রাক্তন অধ্যাপক , এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ মৃত নুরুল ইসলাম সরকারের বড় ছেলে এবং বাংলাদেশের মিডিয়াতে জনপ্রিয় একজন পরিচালক, নাট্যকার, প্রযোজক এবং দুইটি অনলাইন পোর্টালের চীফ এডিটর।
জানা গেছে,গত ৭ জানুয়ারী রাত ৯.১৫ টার দিকে সরেরহাট বাজারে স্মৃতি স্টুডিওর সামনে শাহিনুর রহমান (২৪) নামে এক দুষ্কৃতী শিমুল সরকারের পথ আটকে লোহার রড দিয়ে তার মাথায় সজোরে আঘাত করে । তারপর শাহিনুর ইসলাম, হাফিজুর রহমান, রিংকু হোসেন, শফিকুল ইসলাম রাজা, মাসুম হোসেন, আরিফুল ইসলামসহ ৫/৬ জন ঘিরে ধরে তাকে লোহার রড, চাপাতি ও চাইনিজ কুড়াল নিয়ে অতর্কিতভাবে হামলা চালিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখম করে ।
শিমুল সরকার চার শতাধিক পর্ব নাটকের পরিচালক এবং নাট্যকার । এছাড়া ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ, টেলিভিশন এন্ড ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসার এসোসিয়েশন, একটরস ইকিউটি বাংলাদেশের সক্রিয় সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার এবং প্রকাশনা সেলের ক্রিয়েটিভ উইংসে কাজ করেন তিনি । ভোট উপলক্ষে গত ২ জানুয়ারী তিনি বাড়ি ফিরলে পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটেছে বলে তিনি জানান ।।