এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২৫ মে : বিধানসভা ভোটের ফলঘোষণার পর আতঙ্কে এলাকা ছাড়া বিজেপি কর্মী । এদিকে তাঁর জমিতে লাগানো বোরো ধান পেকে গেছে । বাড়িতে আর কোনও পুরুষ সদস্য নেই, যিনি মাঠ থেকে ধান তোলার উদ্যোগ নেবেন । তাই ঘূর্ণীঝড় “ইয়াস” এর প্রকোপ শুরু হওয়ার আগেই ওই বিজেপি কর্মীর জমির ধান তুলে তাঁর বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলেন পূর্ব বর্ধমান জেলার ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী । বিধায়কের এই উদ্যোগে সমূহ ক্ষতির হাত থেকে রক্ষা পেলেন ভাতারের নবাবনগর এলাকার বাসিন্দা রঞ্জিত বালা নামে ওই ঘরছাড়া বিজেপি কর্মী ।
রঞ্জিত বালা চাষবাস করেন । তিনি বিধানসভা ভোটের ফল ঘোষণার পর থেকেই ঘরছাড়া রয়েছেন বলে জানা গেছে । বিজেপির অভিযোগ, তৃণমূলের হামলার ভয়েই পালিয়ে বেড়াচ্ছেন রঞ্জিতবাবু । যদিও তৃণমূল নেতৃত্বের দাবি, রঞ্জিত বালার বিরুদ্ধে হামলা ও মারধরের একটি পুরানো মামলা রয়েছে । তাই গ্রেফতারি এড়াতেই তিনি ঘরছাড়া রয়েছেন ।
স্থানীয় সুত্রে জানা গেছে,এবারেও বেশ কিছুটা জমিতে বোরো চাষ করেছিলেন রঞ্জিতবাবু । এদিকে ঘু্ণিঝড় “ইয়াস” নিয়ে এলাকার কৃষকদের লাগাতার সতর্ক করে যাচ্ছে কৃষি দপ্তর । ক্ষতি এড়াতে বোরো ধান মাঠ থেকে দ্রুত তুলে নেওয়ার জন্য দপ্তরের তরফ থেকে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে । তাই অন্যান্য কৃষকরা মাঠ থেকে ধান তোলার কাজ শেষ করে ফেললেও রঞ্জিতবাবুর জমির ধান মাঠেই পড়েছিল । এই কথা ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারীর কানে যেতেই তিনি ওই বিজেপি কর্মীর জমির ধান মাঠ থেকে তোলার উদ্যোগ নেন ।
জানা গেছে,মঙ্গলবার বিধায়কের উদ্যোগে হারভেষ্টর মেশিনের সাহায্যে রঞ্জিত বালার জমির ধান তোলা হয় । তারপর ট্রাক্টরে ভরে ধান পৌঁছে দেওয়া হয় রঞ্জিত বালার বাড়িতে । বিধায়কের নির্দেশে এই কাজের তফারকি করেন স্থানীয় তৃণমূল কর্মীরা । মানগোবিন্দবাবু বলেন, ‘আমি সকলের বিধায়ক । এলাকার সকলের প্রতি আমার সমান দায়িত্ব আছে । কেউ বিরোধী দল করেন বলে তাঁর ক্ষতি হচ্ছে জেনেও আমি চুপ করে বসে থাকতে পারি না । তাই বিষয়টি জানতে পারলে ওই বিজেপি কর্মীর জমির ধান তোলার ব্যবস্থা করা হয়েছে । পাশাপাশি আমার আবেদন উনি নির্ভয়ে বাড়ি ফিরে আসুন । স্বাভাবিক জীবন যাপন করুন । আমরা ওনার পাশে আছি ।’।