এইদিন ওয়েবডেস্ক,কাবুল,১০ জানুয়ারী : শাসকের কট্টর মৌলবাদী মানসিকতার জেরে ইরান ও আফগানিস্তানের সাধারণ মানুষের মধ্যে ধর্ম চর্চার প্রতি প্রবল অনীহা কাজ করতে শুরু করে । ইরানের কয়েক হাজার মসজিদে আজ নামাজ পড়তে যেতে দেখা যায় না স্থানীয় মুসলিমদের । একই চিত্র লক্ষ্য করা যাচ্ছে এক সময়ের কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন তালিবান শাসিত আফগানিস্তানে । তালিবানরা দেশে ইসলামি শরীয়া শাসন লাগু করায় আফগান মহিলাদের জীবন কার্যত নরকে পরিনত হয়েছে । এবারে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হল ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ বলে পরিচিত কোরান-এর শতাধিক কপি পুড়িয়ে । ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের কুনার প্রদেশে । স্থানীয় সূত্রে খবর,প্রদেশের একটি মসজিদে পোড়ানো হয়েছে দেড় শতাধিক কোরানের কপি ।
মঙ্গলবার কুনার প্রদেশের নারাং জেলার “লামতাক” এলাকার “হাবিবুল্লাহ” মসজিদে অজ্ঞাত ব্যক্তিরা কোরানের কপিগুলি পুড়িয়ে দেয় । এই মসজিদে প্রতিদিন কয়েক ডজন শিশুকে ধর্মীয় শিক্ষা দেওয়া হতো। তালিবানের কুনার প্রদেশের নারাং জেলার পুলিশ কমান্ডার মৌলভী মোহাম্মদীও এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, তবে তিনি এই জেলায় কোরানের কপি পোড়ানোর উদ্দেশ্য এবং অপরাধীদের সম্পর্কে কিছু বলেননি । এই ঘটনার কারণ এখনও স্পষ্ট নয় ।
এর আগে কোরান পোড়ানোর অপরাধে চলতি মাসে বাদঘিস প্রদেশের “আরবাবান লাঙ্গার শরীফ” গ্রামে তালিবানের জঙ্গিরা এক ব্যক্তিকে গুলি করে হত্যা করে ।।