দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),১০ জানুয়ারী : পিকনিকের পর বাড়ি ফেরার পথে সড়কপথে যাত্রীবাহী বাস দাঁড় করিয়ে তাড়স্বরে ডিজে বাজিয়ে নাচানাচি করছিল একদল যুবক । প্রতিবাদ করায় উন্মত্ত যুবকরা বাসের কর্মীদের মারধর ও পাথর ছুড়ে বাসের কাঁচ ভেঙে দেয় বলে অভিযোগ । ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় ভাতার থানার নর্জার কাছে বর্ধমান কাটোয়া সড়কপথে । অবশেষে বাস মালিকের অভিযোগের ভিত্তিতে ৩ যুবককে গ্রেফতার করেছে পুলিশ । ধৃতরা হল আসিফউদ্দিন, শেখ আহেদ এবং শেখ আক্রম। ধৃতদের বাড়ি ভাতার থানার কর্জনা গ্রামে । আটক করা হয়েছে ডিজেসহ একটি মোটরভ্যান।
জানা গেছে,মঙ্গলবার সকালে কর্জনা গ্রামের ৩০-৪০ জন যুবকের একটা দল ভাতারের নর্জায় পিকনিক করতে এসেছিল । নর্জায় বর্ধমান-কাটোয়া সড়কপথে খড়ি নদীর উপর একটি সেতু রয়েছে । ওই সেতুর ঠিক পাশেই পিকনিক করে ওই দলটি ।ডিজে এবং আধুনিক লাইট দিয়ে সাজানো একটা মোটরভ্যান ছিল তাদের সঙ্গে । পিকনিক সেরে সন্ধ্যা নাগাদ দলটি তাড়স্বরে ডিজে বাজিয়ে নাচানাচি করতে করতে কর্জনা গ্রামে ফিরছিল । সেসময় একটি যাত্রীবাহী বাস নর্জার দিক থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল । যুবকরা রাস্তার উপর নাচানাচি করায় বাসটি আটকে যায় । বাসের চালক হর্ণ বাজিয়ে তাদের সরানোর চেষ্টা করে । কিন্তু বারবার হর্ণ বাজানোয় যুবকের দল বাসে হামলা চালিয়ে দেয় । বাসকর্মীদের মারধরের পাশাপাশি তারা পাথর ছুড়ে বাসের কাঁচ ভেঙে দেয় । পরে বাসমালিক নাসিরউদ্দিন শেখের অভিযোগের ভিত্তিতে ৩ জনকে গ্রেফতার করে পুলিশ । আজ বুধবার ধৃতদের বর্ধমান আদালতে পাঠানো হয় ।।