এইদিন ওয়েবডেস্ক,বেইজিং,২০ জানুয়ারী : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে মালদ্বীপের একজন মন্ত্রীর অবমাননাকর মন্তব্য নিয়ে কূটনৈতিক বিতর্কের মধ্যে ভারতীয় পর্যটকরা মালদ্বীপের বুকিং বাতিল করা শুরু করেছে । রিপোর্ট অনুযায়ী, প্রধানমন্ত্রী মোদীকে অপমান করার পরে ভারতীয়রা মাত্র একদিনে মালদ্বীপের ১৪,০০০ হোটেল বুকিং এবং ৩,৬০০ টি ফ্লাইট বাতিল করেছে । আর এতে প্রমান গুনতে শুরু করেছে মূলত পর্যটন নির্ভর মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইঝু । সেই কারনে মরিয়া হয়ে তিনি চীনকে প্রচুর পর্যটক পাঠানোর আবেদন জানিয়েছেন । ভারত-মালদ্বীপ বিরোধের মধ্যে বর্তমানে চীন সফর করছেন মুইঝু । দক্ষিণ চীনের বন্দর নগরী ফুঝোতে “ইনভেস্ট মালদ্বীপ” ফোরামে স্থানীয় কর্মকর্তাদের সাথে দেখা করে পর্যটক পাঠানোর প্রচেষ্টাকে ‘তীব্র’ করার জন্য চীনকে আবেদন করেন তিনি ।
সপ্তাহব্যাপী বেইজিং সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি কিয়াং-এর সাথে দেখা করার কথা রয়েছে মোহাম্মদ মুইঝুর । তখন দুই দেশের মধ্যে অবকাঠামো থেকে পর্যটন পর্যন্ত চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে ।
প্রসঙ্গত,মুইঝু তার ‘ইন্ডিয়া আউট’ প্রচারে জয়ী হন এবং রাষ্ট্রপতি হন । তিনি অভিযোগ করেছেন যে নয়াদিল্লির বিশাল প্রভাব মালদ্বীপকে সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলেছে। পরে দলটি ক্ষমতায় আসার পর মালদ্বীপে অবস্থানরত ভারতীয় সেনাবাহিনীকে দেশ ছেড়ে চলে যেতে বলে। মালদ্বীপে যে দলই ক্ষমতায় আসুক, প্রথমে ভারতে যাবে। কিন্তু এবার চীনে গিয়ে নিজের দেশের ঐতিহ্য ভেঙে দিলেন মুইঝু ।
মুইঝু বলেন, দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির আওতায় চীনে মাছের পণ্য রপ্তানি বাড়ানো একটি শীর্ষ অগ্রাধিকার। মালদ্বীপের কর্মসংস্থানের সবচেয়ে বড় উৎস হল মাছ ধরা। কারণ এই দ্বীপ রাষ্ট্রের ৯৯ শতাংশ এলাকা সমুদ্র দ্বারা আবৃত। এদিকে চীন ইতিমধ্যে মালদ্বীপে তাদের উপস্থিতি প্রতিষ্ঠা করেছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অধীনে, যার লক্ষ্য বিশ্ব বাণিজ্য এবং অবকাঠামো নেটওয়ার্ক তৈরি করা, চীন মালেতে ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণে সহায়তা করেছে। এছাড়াও সমুদ্রের উপর চীন-মালদ্বীপ মৈত্রী সেতু নির্মাণ করা হয়েছে। মুইজু বলেন, তার সরকার দেশের কেন্দ্রীয় বিমানবন্দর এবং বাণিজ্যিক বন্দরের সম্প্রসারণ সহ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অধীনে অংশীদারিত্বে আগ্রহী। গত বছর, চায়না ন্যাশনাল মেশিনারি ইন্ডাস্ট্রি কর্পোরেশন মালদ্বীপের পর্যটন খাতে ১৪০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে । এটি দেশের জাতীয় আয়ের এক চতুর্থাংশেরও বেশি। চীনা পর্যটক ২০১৯ সালে মালদ্বীপের পর্যটন শিল্পে ১৯.৭ শতাংশ অবদান রেখেছিল । কিন্তু ভারতীয় পর্যটকরা মালদ্বীপ বিমুখ হওয়ায় তাতেও মালদ্বীপের জিডিপির পতন রোখা যাবে না বলে মনে করা হচ্ছে ।।