এইদিন ওয়েবডেস্ক,কাবুল,১০ জানুয়ারী : পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের আফগানিস্তানের সীমান্তবর্তী বানউই এলাকায় সশস্ত্র জঙ্গিদের হামলায় শিশুদের পোলিও টিকাদান কর্মীদের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।এই হামলার ফলে আরও দুই অফিসার আহত হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে খাইবার পাখতুনখোয়া পুলিশ । বান্নুর স্থানীয় পুলিশ কর্মকর্তা আলতাফ খান বলেন, এই হামলার পর নিরাপত্তা বাহিনী ওই এলাকায় হামলাকারীদের ধরতে অভিযান শুরু করেছে। পাশাপাশি তিনি জানিয়েছেন, সোমবার বেনুতে বিস্ফোরণে আহত আর এক কর্মকর্তার মৃত্যু হয়েছে।
বেনু অঞ্চলে এই পাকিস্তানের সৈন্যদের বহনকারী একটি গাড়িতে রাখা বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে ।
খবর অনুযায়ী, পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে পোলিও টিকাদান কর্মীদের রক্ষাকারী সামরিক কর্মীদের লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়েছে ।তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এই বিস্ফোরণের দায় স্বীকার করেছে। টিটিপির পাশাপাশি, আইএসআইএসও একটি বিবৃতিতে বলেছে যে এই হামলাটি এই গোষ্ঠীর দ্বারা করা হয়েছে।
উল্লেখ্য, পাকিস্তান ও আফগানিস্তান বিশ্বের একমাত্র দেশ যেখানে পোলিও এখনও বিলুপ্ত হয়নি । অতীতেও সশস্ত্র সন্ত্রাসীরা পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া এবং বেলুচিস্তান প্রদেশে পোলিও টিকাদান কর্মীদের লক্ষ্যবস্তু করেছিল । কারন ইসলামি সন্ত্রাসবাদী সংগঠনগুলির মতে পোলিওর টিকাদান শরিয়া অনুযায়ী ‘হারাম’ । তাই ইসলামি সন্ত্রাসবাদীদের আঁতুর ঘর পাকিস্তান ও আফগানিস্তানে পোলিও টিকাদানে যুক্ত কর্মীদের উপর প্রায়ই হামলা চালিয়ে হত্যা করে থাকে ।।