এইদিন ওয়েব ডেস্ক,১৭ নভেম্বর ঃ পৃথিবী থেকে সহস্র আলোকবর্ষ দুরে ঘটে যাওয়া শক্তির মহাবিস্ফোরনের চিহ্ন রেখে দিতে পারে আমাদের প্রানীজগৎ ও ভুজগৎ – এমনটাই দাবি করছেন কলরাডো বোল্ডার বিশ্ববিদ্যালয়ের ভু-বিজ্ঞানী রবার্ট ব্রাকেন রিডজ ।
চলতি মাসে প্রকাশিত ‘ইন্টারন্যাশানাল জার্নাল অফ অ্যাস্ট্রোবায়োলজি’তে গবেষনার ফল এটাই প্রমানিত করে আমাদের পরিচিত এই মহাবিশ্বে সবচেয়ে ভয়ানক ঘটনা সুপারনোভার প্রভাব । বিজ্ঞানীদের দাবি,অল্প কয়েক মাসের পরিসরে ঘটে যাওয়া বিস্ফোরনগুলোর মধ্যে মাত্র একটি বিস্ফোরনে যে শক্তি নির্গত হবে তা সুর্যের সমগ্র আয়ূতে নির্গত শক্তির সমান। এই বিস্ফোরনগুলো উজ্জ্বল- খুবই উজ্জ্বল ।
ব্রাকেন রিডজ বলেন, ‘আমরা অনান্য ছায়াপথে তারকা বিস্ফোরন দেখে থাকি।’ ইন্সটিটিউট অফ আর্কটিক আলপাইন রিসার্চের সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েটের অভিমত- খুব কাছের সুপারনোভার ফলে পৃথিবীর বুক থেকে মনুষ্যকুল নিশ্চিহ্ন হয়ে যেতে পারে । তেজস্ক্রীয় রশ্মীর প্রভাবে জীবকুলের রক্ষাকারী ওজনস্তরকে ধ্বংস করে দিতে পারে এই মহা বিস্ফোরণ ।
ভুবিজ্ঞানী ব্রাকেন রিডজের গবেষনায় উল্লেখিত দুরের মহাজাগতিক বিস্ফোরনের সম্ভাব্য ফল-এর ছাপ গাছের বর্ষচক্রে লিপিবদ্ধ থাকে । তাঁর পর্যবেক্ষণে ধরা পড়ে যে গত ৪০,০০০ বছরে মহাজাগতিক বিস্ফোরনের ফলে পৃথিবীর জলবায়ূ চুর্নবিচুর্ন হয়েছিল অন্তত চারবার । কিন্তু পৃথিবীর বুকে যখন স্থিরতা এল জীবনে রেখে গেল প্রলুব্ধকারী কিছু সঙ্কেত যা মানুষের নাগালের বাইরে।
ব্রাকেন রিডজ ব্যাখ্যা করে বলেন, ‘যে কার্বন-১৪ হল একটি রেডিও কার্বন । এটা একটি কার্বন আইসোটোপ যেটা পৃথিবীতে খুব অল্প মাত্রায় ঘটে । রেডিও কার্বন পৃথিবীর আভ্যন্তরীণ ঘটনা নয়,এই রেডিওকার্বন গঠিত হয় যখন মহাজাগতিক রশ্মি এই গ্রহের আবহমন্ডলে বিস্ফোরন ঘটায় প্রায় নিরন্তরভাবে ।
ব্রাকেন রিডজ বলেন, ‘স্থির পরিমানে বছরের পর বছর গাছেরা সাধারনত কার্বন ডাই অক্সাইড গ্রহন করার সাথে সাথে কিছু রেডিও কার্বনও গ্রহন করে ।”
সব সময় গাছগুলি স্থিরভাবে রেডিও কার্বন সংগ্রহ করে তা কিন্তু নয় । বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন গাছেদের বর্ষচক্রের সূচিমুখে এই আইসোটোপ কেন্দ্রাতিগ হওয়ার অনেক প্রমান রয়েছে। এটা নিশ্চিত যে এটা পার্থিব কারনে নয় । অনেক বিজ্ঞানী অনুমান করছেন সুর্যের উপরিভাগ থেকে রশ্মি তরঙ্গের উদগীরনের ফলে এটা ঘটে ।
কিন্তু ভুবিজ্ঞানী ব্রাকেন রিডজের গবেষনায় ধরা পড়ে যে সামান্য ছায়াপথে সুপারনোভার ফলে উৎসাদিত হয় বিপুল পরিমান গামা রশ্মি । কেবলমাত্র সেটার দ্বারাই গঠিত হয় রেডিও কার্বন । আর ব্রাকেন রিডজের নতুন আবিষ্কার বিজ্ঞানের নব দিগন্ত খুলে দিতে পারে । হয়ত বা দিতে পারে পৃথিবীর বুকে ঘটা মহাজাগতিক ঘটনার ইতিহাস ।।