এইদিন স্পোর্টস নিউজ,০৯ জানুয়ারী : প্রয়াত হলেন জার্মান ফুটবল কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ার (Franz Beckenbauer)। দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিলেন তিনি। রবিবার তিনি নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর । তার পরিবার এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে তিনি কোথায় থাকতেন বা মৃত্যুর কারণ উল্লেখ করা হয়নি । এর আগে পরিবার জার্মান মিডিয়া আউটলেটকে জানিয়েছিল যে তিনি অসুস্থ হয়ে পড়েছেন । জানা গেছে, দুরারোগ্য পার্কিনসন রোগে ভুগছিলেন এই জার্মান ফুটবল তারকা ফ্রাঞ্জ বেকেনবাওয়ার । এই রোগের লক্ষণ হল সব কিছু ভুলে যাওয়া ।
“ডের কাইজার” হিসাবে খ্যাত বেকেনবাওয়ার সাম্প্রতিক বছরগুলিতে অন্তরালেই কেটেছে । ২০১৫ সালে ব্রেন টিউমার অপারেশন এবং হার্ট বাইপাসের কারণে তার পাঁচ সন্তানের মধ্যে একজন স্টেফানের মৃত্যু হয়েছিল । তারপর থেকে তীব্র হতাশায় ভুগছিলেন বেকেনবাওয়ার ।
ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, একজন খেলোয়াড় এবং একজন কোচ হিসাবে বিশ্বকাপজয়ী যিনি জার্মান ফুটবলের অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে যুক্ত ছিলেন । ১৯৭৪ সালে তাঁর নেতৃত্বেই বিশ্বকাপ জেতে জার্মানি । কোচ হিসেবেও ১৯৯০ সালে দেশকে বিশ্বকাপ এনে দিয়েছিলেন বেকেনবাওয়ার । ১৯৪৫ সালে অত্যন্ত দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন বেকেনবাওয়ার । তার বাবা ছিলেন পেশায় পিওন । বেকেনবাওয়ার জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের সাথে কিশোর বয়স থেকে যুক্ত ছিলেন । ক্লাবের হয়ে ৪০০-রও বেশি ম্যাচ থেলেছেন তিনি । বায়ার্নের হয়ে চারটি লিগ খেতাব জিতেছেন এবং ৩ বার ইউরোপ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন । বায়ার্ন মিউনিখের সাথে তিনি এতটাই জড়িত হয়েছিলেন যে এর দীর্ঘকালীন সভাপতি উলি হোয়েনেস তাকে ইতিহাসের “সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব” বলে অভিহিত করেছিলেন ।।