এইদিন ওয়েবডেস্ক,তেল আবিব,০৯ জানুয়ারী : দক্ষিণ লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় খতম হয়েছে সন্ত্রাসী গোষ্ঠী হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার উইসাম আল-তাবিল । ওই সন্ত্রাসবাদী হিজবুল্লাহর “রিজওয়ান আর্মি” ইউনিটের ডেপুটি ছিল ।সোমবার এই হামলার ঘটনা ঘটেছে । তাবিল ছাড়াও হিজবুল্লাহর আরও একজন সন্ত্রাসবাদী খতম হয়েছে । দক্ষিণ লেবাননের মাজদাল সালেম গ্রামে এই দুজনের গাড়ি লক্ষ্য করে ইসরায়েল ড্রোন হামলা চালিয়েছিল বলে জানা গেছে ।
গত বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে ব্যাপক নাশকতা চালায় ফিলিস্তিনি সন্ত্রাসী গোষ্ঠী হামাস । নির্মমভাবে হত্যা,ধর্ষণ,ঘরবাড়িতে অগ্নিসংযোগের পাশাপাশি আড়াই’শ জন নাগরিককে অপহরণ করে হামাসের সন্ত্রাসীরা । হামাসের নৃশংসতা কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন ইসলামি স্টেটকেও হার মানায় । এরপর গাজা উপত্যকায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল ।
ইসরায়েল ডিফেন্স ফোর্স(আইডিএফ) বেছে বেছে হামাস সন্ত্রাসীদের খতম করছে দেখে দক্ষিণ লেবানন সীমান্ত থেকে ইসরায়েলে রকেট হামলা চালাচ্ছিল হিজবুল্লাহর সন্ত্রাসীরা । ফলে আইডিএফকে দুই ফ্রন্টে লড়াই করতে হচ্ছিল । অবশ্য বোমা হামলায় ইতিমধ্যেই শত শত হিজবুল্লাহর সন্ত্রাসীকে খতম করেছে আইডিএফ । এর আগে ২ জানুয়ারি লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি ড্রোন হামলায় খতম হয়েছিলেন হামাসের শীর্ষ নেতা সালেহ আল-আরুরি। তারই প্রতিক্রিয়ায় ৬ জানুয়ারী হিজবুল্লাহ জানায়, আরুরি হত্যার প্রাথমিক প্রতিক্রিয়া হিসাবে ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ সামরিক পোস্টকে লক্ষ্যবস্তু করে রকেট হামলা করা হয়েছে ।
প্রসঙ্গত,মধ্যপ্রাচ্যের ইসলামি সন্ত্রাসবাদী সংগঠনগুলি মূলত ইরান ও কুয়েতের অর্থানুকূল্যে প্রতিপালিত হয় । ফলে সন্ত্রাসী গোষ্ঠী হিজবুল্লাহর সিনিয়র কমান্ডারকে খতম করায় বেজায় চটেছে ইরান । হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার উইসাম আল-তাবিলকে খতম করায় ইসরায়েলের নিন্দা করেছে ইরানের বিদেশ মন্ত্রণালয় ।।