এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,০৮ জানুয়ারী : রবিবার বাংলাদেশের দ্বাদশ সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে । ফলাফল অনুযায়ী সারা দেশের ২৯৮ টি আসনের মধ্যে এককভাবে ২২৪ আসনে জয়ী হয়ে টানা চতুর্থবার সরকার গঠন করতে চলেছে শেখ হাসিনার দল আওয়ামী লীগ । নির্দল প্রার্থীদের মধ্যে ৬২ জন বিজয়ী হয়েছে৷ বাংলাদেশের বর্তমান সংসদের প্রতিপক্ষ দল জাতীয় পার্টি এযাবৎ ১১টি আসনে জয়লাভ করেছে । বর্তমান সংসদে ‘গৃহপালিত দল’ আখ্যা পেয়েছিল জাতীয় পার্টি, এবারের নির্বাচনেও তারা শাসক দল আওয়ামী লীগের সঙ্গে ২৬টি আসনে সমঝোতা করেছিল। এই ২৬টি আসনের বাইরে তারা কোনো আসনেই জয়লাভ করতে পারেনি ।
আওয়ামী লীগ তাদের ১৪ দলীয় জোটের অংশীদারদের জন্য ৬টি আসন ছেড়েছে। এই আসনগুলোতে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক ‘নৌকা’ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেছে দুটি দল । গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে গোপালগঞ্জ-৩ আসনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ২ লাখ ৪৯ হাজার ৯৬২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। ক্রিকেটার সাকিব আল হাসান ও অভিনেতা ফেরদৌস আহমেদও জয় পেয়েছেন ।
একজন প্রার্থীর মৃত্যু এবং একজনের প্রার্থীতা বাতিলের কারণে ২ টি আসনের ফলাফল স্থগিত রাখা হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে, প্রাথমিক তথ্য অনুযায়ী এই নির্বাচনে ভোট দানের হার ৪০ শতাংশ। ভোটগ্রহণ শেষে হয় রবিবার বিকেল ৫টার দিকে । নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্বাচন কমিশনার জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি প্রায় ৪০ শতাংশ হতে পারে। তিনি বলেন,’নির্বাচনে প্রায় ৪০ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। তবে এই বিষয়ে (চূড়ান্ত অনুমান) সব তথ্য সংগ্রহের পরে এটি পরিবর্তিত হতে পারে ।’
২০০৮ সাল থেকে টানা ৩ বার রাষ্ট্র ক্ষমতায় রয়েছে আওয়ামী লীগ। তার মধ্যে ২০১৪ সালের দশম সংসদ নির্বাচন বর্জন করে বিএনপি। এই নির্বাচনে ১৫৩ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। আর ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে বিএনপিসহ বিরোধী দলগুলোর পক্ষ থেকে অভিযোগ করা হয়, ভোটের আগের রাতে ভোট কারচুপি করা হয়েছে।
কিছু বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা ছাড়া এবারে শান্তিপূর্ণ ভাবেই ভোটগ্রহণ শেষ হয় । বিএনপিসহ ১৬ টি নিবন্ধিত দল বিহীন দ্বাদশ সংসদ নির্বাচনে সারাদেশে নির্বাচনী সহিংসতায় ২ জন গুলিবিদ্ধ ও ১ নিহত হয়েছে। এছাড়া জাল ভোটের কারণে কয়েকটি কেন্দ্রের ফলাফল স্থগিত রাখা হয়েছে।
সারাদেশে বেশ কয়েকটি স্থানে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে ।।