এইদিন স্পোর্টস নিউজ,০৮ জানুয়ারী : এফএ কাপের তৃতীয় রাউন্ডে অনায়াসে জয় পেল ম্যানসিটি । বিপরীতে পরাজয়ের গ্লানি নিয়ে মাঠ ছেড়েছে মিকেল আর্তেতার দল। শক্তির বিচারে হাডার্সফিল্ডের চেয়ে শত যোজন এগিয়ে ম্যানসিটি। তাই নিচের সারির দলটির বিপক্ষে জয়টা প্রত্যাশিতই ছিল। পেপ গার্দিওলার শিষ্যরা ম্যাচটা জিতেছে নিজেদের মতো করেই । হাডার্সফিন্ডের বিপক্ষে ম্যানসিটির জয়ের ব্যবধান হল ৫-০ । ঘরের মাঠ স্টেডিয়ামে সিটিজেনদের কাছে পাত্তা পায়নি সফরকারী দল। ম্যাচজুড়ে ৮৪ শতাংশ বল দখলে রেখে অতিথিদের গোলমুখে ১৮ টি শট নেয় তারা। এর মধ্যে সাতটি লক্ষ্যে ছিল। বিপরীতে দুই শটের সবগুলোই লক্ষ্যে রাখতে পেরেছে হাডার্সফিল্ড।
অন্যদিকে লিভারপুলের কাছে ২-০ গোলে হেরেছে আর্সেনাল। এর মাধ্যমে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে লন্ডনের ক্লাবটি। এদিন ভাগ্যও বিরূপ ছিল আর্সেনালের ।
এমিরেটস স্টেডিয়ামে আক্রমণাত্মক ফুটবল খেলেছে আর্সেনাল। লিভারপুলকে তটস্ত রাখলেও গোলমুখ খুলতে পারেনি গানাররা। ম্যাচের ৭৯ মিনিট পর্যন্ত স্কোরলাইন ০-০ ছিল। ৮০ মিনিটে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। নিজেদের জালে বল জড়ান আর্সেনালের পোলিশ লেফট ব্যাক জাকুব কিভিওর। এক গোলে পিছিয়ে থেকে নির্ধারিত সময়ের খেলা শেষ করে আর্সেনাল। অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে লুইস দিয়াস গোল করলে ফের পিছিয়ে পড়ে আর্সেনাল। সেই সঙ্গে বিদায় ঘণ্টা বেজে যায় দলটির ।।