এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৮ জানুয়ারী : গরু পাচার ও প্রাথমিক শিক্ষক নিয়োগ দূর্নীতিকেও ছাপিয়ে গেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্নেহধন্য ‘বালু’ জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্যমন্ত্রী থাকার সময় ঘটে যাওয়া রেশন দুর্নীতি । আদালতকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জানিছে যে রেশনে ১,০০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে । তার মধ্যে বাংলাদেশ হয়ে দুবাইয়ে পাচার করে দেওয়া হয়েছে ২,০০০ কোটি টাকার অধিক দুর্নীতির টাকা । বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি বিস্ফোরক দাবি করেছেন । রবিবার তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন,’মমতা ব্যানার্জি নিজে জড়িত,ওই চোরের পান্ডাকে যেদিন ধরবে সেদিন বাংলা ঠান্ডা হবে ।’ রেশন দুর্নীতির সঙ্গে দুবাই সংযোগের বিষয়ে তিনি বলেন,’দুবাইতে সবার কানেকশন । দুবাইতে ভাইপোর কানেকশন, পিসি যখন বিদেশে যায় তখন দুবাই হয়ে যায় ফেরার পথে দুবাই হয়ে আসে ।’ পিসির নিজের কানেকশন দুবাইতে আছে ।’
শুভেন্দু অধিকারী বলেন,’যেটা জানতে পারছি, তাতে রেশনে ১০,০০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে । অতবড় দুর্নীতি কখনো হয়নি ।’ পাশাপাশি তিনি অভিযোগ তুলেছেন যে পশ্চিমবঙ্গের মানুষকে নিকৃষ্ট মানের চাল ও গম বিলি করে কেন্দ্র সরকারের দেওয়া ভালো মানের চাল ও গম বাংলাদেশে পাচার করে দেওয়া হয়েছে । বিধানসভার বিরোধী দলনেতা বলেন,’ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার(এফসিআই) দেওয়া ভালো গম বদলে পচা গমের আটা তৈরি করে বিলি করছে । সে আটা মুখে দেওয়া যায়না । আটা সবাই গবাদি পশুকে খাওয়াচ্ছে । নরেন্দ্র মোদী ফ্রেস চাল পাঠাচ্ছে সেই চাল বাংলাদেশে পাচার করে দিচ্ছে । আমাকে বাংলাদেশের সাতক্ষীরা থেকে একজন ছবি পাঠিয়ে বলছে সাতক্ষীরা সব দোকানে পশ্চিমবঙ্গের চাল আর গম পাওয়া যায় । এই শাহজাহান আর বাকিবুর রহমানরা পশ্চিমবঙ্গের লোককে পচা আটা আর কাঁকড় যুক্ত পচা চাল দিচ্ছে, এফসিআইয়ের ভালো চাল পাঠিয়ে দিচ্ছে বাংলাদেশে । আমি দায়িত্ব নিয়ে বলছি সাতক্ষীরাতে ৭৫ শতাংশ দোকানে পশ্চিমবঙ্গের চাল আর গম পাবেন । সাধারণ মানুষের অভিশাপে এরা ধ্বংস হবে।’
পশ্চিমবঙ্গের রেশন দুর্নীতি মামলার তদন্তে গিয়ে জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ তৃণমূল নেতা উত্তর ২৪ পরগনার সন্দেশখালি থানার সরবেড়িয়া গ্রামের বাসিন্দা শেখ শাহজাহানের ‘রোহিঙ্গা বাহিনী’র হাতে আক্রান্ত হতে হয়েছে ইডির তদন্তকারী দলকে । ঘটনার পর থেকে ফেরার শাহজাহান । গোপন ঠিকানা থেকে ওই তৃণমূল নেতা একটি অডিও বার্তায় দলীয় নেতাদের ইডি বা সিবিআইকে ভয় না পেয়ে মমতা ব্যানার্জির পাশে থেকে তার হাত মজবুত করার আহ্বান জানিয়েছেন । ইতিমধ্যেই দিল্লিতে শেখ শাহজাহানকে নিয়ে ঘটনাক্রমের বিস্তারিত রিপোর্ট দিল্লিতে পাঠিয়েছে ইডি ।
বাংলাদেশের ইসলামিক মৌলবাদী দলগুলির কট্টর সমর্থক এবং আওয়ামী লিগ বিরোধী শাহজাহানের উপর শুধু বর্ডার সিকিউরিটি ফোর্সই(বিএসএফ) নয়,বরঞ্চ কড়া নজর রাখছে বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নও(র্যাব) । কারন শাহজাহানের বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি করার পাশাপাশি বাংলাদেশ সরকারকে অবহিত করেছে ভারত । এদিকে সুন্দরবনে সীমান্তবর্তী এলাকায় নদী ও সমুদ্রে রীতিমতো নজরদারি শুরু করেছে বিএসএফ । কিন্তু এখনো তৃণমুল কংগ্রেস নেতা শাহজাহান শেখের কোনো হদিশ পাওয়া যায়নি । তবে এই বিষয়ে রাজ্য পুলিশের তরফে তেমন কোনো সহযোগিতা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠছে ।
শুভেন্দু অধিকারী বলেন,’বাংলাদেশে ঢোকার চেষ্টা করেছিল,পারেনি । লুক আউট নোটিশ হয়েছে, বাংলাদেশ সরকারকেও সতর্ক করা হয়েছে । কোথাও যেতে পারবে না । ও ছিল সন্দেশখালি ব্লকের বেড়মজুর-২ পঞ্চায়েতের প্রধান হাজি সিদ্দিক মোল্লার বাড়িতে । তৃণমূল কংগ্রেসের নেতারাই গভীর রাতে আমায় মেসেজ করে জানিয়েছে । এদেরকে জনগনই ধরিয়ে দেবে ।’
রেশন দুর্নীতি মামলায় ইডির র্যাডারে থাকা শাহজাহান শেখের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সংযোগের অভিযোগ তুলে শুভেন্দু অধিকারী বলেন, ‘কৃষিকাজ, আমফানের ক্ষতিপূরণ, ত্রিপল, বীজ – সাহাজাহান ছাড়া হবে না । ওটা কেন্দ্র শাসিত অঞ্চল । ওখানকার প্রধানমন্ত্রীর নাম শাহজাহান ।
শাহজাহান তোলা তুলে কলকাতায় পাঠায় । আর শাহজাহান ভোট লুট করে মমতা ব্যানার্জিকে জেতায় । তোলা তুলে পাঠানো আর ভোট লুট করার জন্য ওই এলাকা শাহজাহানকে লিজ দেওয়া হয়েছে । এরকম বহু জায়গায় মমতা ব্যানার্জি ভোট লুট করার জন্য লিজ দিয়ে রেখেছে । এখানে ৫৩ টা মুসলমান বুথে আমাকে একটাও ভোট দেয়নি । মানে দিতে দেয় নি । মুসলিমদের মধ্যে কি আমার ভোটার নেই? অনেক ভোটার আছে । দিতে দেয়নি,লুট করেছে এই গুন্ডারা । এদের দিন ঘনিয়ে এসেছে ।’
তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক ব্যানার্জির বার্ধক্য ভাতা বিলির নামে ‘চিটিংবাজি করা হচ্ছে’ বলে অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী । তিনি বলেন,’৬ কোটি ৩০ লক্ষ টাকার বার্ধক্য ভাতা বিলি হয়েছে কয়লা,ডিয়ার লটারি,আর চুরির টাকা থেকে । এভাবে চলতে পারে না,এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার । দুয়ারে সরকারে ১৬ লক্ষ ৬৫ হাজার আবেদনের মধ্যে বয়স্করা বার্ধক্য ভাতা এখনো পাননি । পশ্চিমবঙ্গের জনগন দেখুক, তারা কোন পরিবারের হাতে এই সরকারের দায়িত্ব তুলে দিয়েছে ।’ সব শেষে তিনি ফেরার তৃণমূল নেতা শাহজাহান শেখের উদ্দেশ্যে বলেন,’শাহজাহান তুমি যেখানেই ঢুকে পড়ো না কেন তোমার পরিনতি কি হবে সবাই জেনে গেছে ।’।