এইদিন ওয়েবডেস্ক,গুজরাট,০৮ জানুয়ারী : গুজরাটে ফের লাভ জিহাদের ঘটনা সামনে এসেছে । সামাজিক যোগাযোগ মাধ্যমে হিন্দু পরিচয় দিয়ে ভূয়ো অ্যাকাউন্ট খুলে এক হিন্দু তরুনীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ ও মোটরসাইকেল কেনার জন্য ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে আদিল আবদুল প্যাটেল নামে এক মুসলিম যুবকের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে গুজরাটের ভারুচের চাভাজ গ্রামে । আদিল আবদুল বিবাহিত এবং তার স্ত্রীর কাছ থেকে নির্যাতিতা তরুনী তার আসল ধর্ম পরিচয় জানতে পেরে পুলিশের দ্বারস্থ হয়েছিল । কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে একাধিক বার ধর্ষণ ও মুক্তিপণ দাবি করার গুরুতর অভিযোগে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ওই লাভ জিহাদির বিরুদ্ধে । পাশাপাশি ধৃত মুসলিম যুবকের বাবা- মায়ের বিরুদ্ধেও গুরুতর ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে ।
জানা গেছে,ভারুচের চাভাজ গ্রামের বাসিন্দা আদিল আবদুল প্যাটেল ইনস্ট্রাগ্রামে ‘আর্য প্যাটেল’ নামে একটি অ্যাকাউন্ট রয়েছে । সে নিজেকে হিন্দু বলে পরিচয় দেয় । এমনকি বিবাহিত হওয়া সত্ত্বেও নিজেকে অবিবাহিত বলে ওই হিন্দু তরুনীকে প্রেমের জালে ফাঁসায় । গত শুক্রবার আর্য প্যাটেলের আসল চেহারা বেরিয়ে আসে । মেয়েটি লাভ জিহাদি যুবকের বাড়িতে পৌঁছে যায় এবং তোলপাড় সৃষ্টি করলে বিষয়টি চরমে ওঠে । খবর পেয়ে ঘটনাস্থলে যায় ভারুচের তালুকা থানায় পুলিশ । কিশোরীর অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই মুসলিম যুবকলে গ্রেফতার করে ।
মেয়েটির অভিযোগ, কলেজে পড়ার সময় থেকেই আর্য প্যাটেল নামের এক যুবকের সঙ্গে তার ইনস্টাগ্রামে যোগাযোগ হয় । তার সঙ্গে কথাবার্তা শুরু হলে সে নিজেকে হিন্দু এবং অবিবাহিত বলে । তাকে হিন্দু মনে করে মেয়েটি তার সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে । পরে ফোনের আদানপ্রদান হয় । এমনকি আদিল আবদুল বিভিন্ন মন্দিরে গিয়ে তার সেলফিও তোলে । এমনকি হিন্দু পরিচয় দিয়ে তার বাড়িতে গিয়ে আদিল বিয়ের প্রস্তাবও দিয়েছিল বলে অভিযোগ নির্যাতিতা তরুনীর ।
জানা গেছে,আদিল আবদুলের স্ত্রীই নির্যাতিতা তরুনীর কাছে তার স্বামীর আসল পরিচয় ফাঁস করে দেয় । তখন তরুনী জানতে পারেন যে আর্য প্যাটেল নামে ওই যুবকের আসল নাম আদিল আবদুল প্যাটেল । এদিকে বিষয়টি প্রকাশ্যে আসতেই লাভ জিহাদি মুসলিম যুবক তরুনীর কাছে ক্ষমা চেয়ে একটি ভিডিও তৈরি করে তাকে বোঝানোর চেষ্টা করে । এমনকি সে নির্যাতিতা হিন্দু তরুনীকে ব্ল্যাকমেইল করতে থাকে, মোটরসাইকেল কেনার জন্য ৫০ হাজার টাকা দাবি করে । অবশেষে তরুনী পুলিশের দ্বারস্থ হন ।।