ওই বিদেশী পাখিটির কি না আড়ম্বর
সত্যি তো,রূপে তুলনাহীন স্বর্গীয় সুন্দর;
ও পাখি, বলছি তোমায় শোনো
নানানরঙের বর্ণচ্ছায়ায় তুমি ছড়ানো;
ভুলে গেছো উড়ে যাওয়া সীমাহীন শুন্যতায়?
ফিরে যেতে চাও না,তোমার ঠিকানায়?
স্বপ্নপুরীর কোলাহোলে বেশ
আছো জাকিঁয়ে
আনন্দের প্রলপে জানি তুমি আছো অভিনয়ে ;
নীলাম্বর আঁখির আড়ালে
বেদনার ঢেউ
উচ্ছল প্রাণবন্ত ঠোঁটের মলিন হাসি বুঝেনা যে কেউ
রক্তিম সূর্যটা যখন অস্তগামী আস্ত যায়
রিক্ততায় কাঁদে মন নিরালায় পথচলায়
বনের পাখি বনে যাও শহরের বাঁধন ছিন্ন করে
স্বাধীনতা বুকে জড়িয়ে উড়ে যাও দিক দিগন্তরে।
বেদনার বশে কবিতা করব শেষ
দূরে কোথাও শুনবো মিষ্টি গান শুভেচ্ছা অশেষ ।।