এইদিন ওয়েবডেস্ক,সুরাট,০৭ জানুয়ারী : আগামী ২২ জানুয়ারী অযোধ্যায় ভগবান শ্রীরাম মন্দিরের শুভ উদ্বোধন হতে চলেছে । ওইদিনই হবে রামলালার প্রাণ প্রতিষ্ঠা । ওই শুভ দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন বিশ্বের হিন্দু সম্প্রদায়ের মানুষ । বহু মানুষ নগদ অর্থ থেকে শুরু করে স্বর্ণালংকার নিবেদন করছেন ভগবান শ্রীরামকে । অনেকে উদ্বোধনীর দিন অযোধ্যায় গিয়ে মন্দির নির্মানে আর্থিক অনুদান দেওয়ার জন্য অপেক্ষা করছেন । শ্রীরাম মন্দিরের উদ্বোধনের জন্য দেশ জুড়ে এখন ব্যাপক উন্মাদনা । এরই মাঝে গুজরাটের সুরাটের টেক্সটাইল বাজারের ব্যাবসায়ীদের উপহার সকলের নজর কেড়েছে । ব্যাবসায়ীরা এমন একটি বিশেষ ধরনের শাড়ি তৈরি করেছেন, গেরুয়া সুতোয় তৈরি এই শাড়িতে রয়েছে ভগবান শ্রীরামের ইতিহাসের একটি সংক্ষিপ্ত বিবরণ। শাড়িতে আঁকা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জড়িয়ে ধরা শ্রীরামের চিত্র । রয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ছবিও । গোটা শাড়ি জুড়ে ছাপানো হয়েছে ‘জয় শ্রীরাম’ মন্ত্র ।
শাড়িটিতে অযোধ্যায় ভগবান রামের পুরানো মন্দির, নতুন মন্দির, ভগবান রামের বানর সেনা এবং ভগবান রাম,সীতাজি, লক্ষ্মণজিকে চিত্রিত করা হয়েছে । ২২ দিনের কঠোর পরিশ্রমের পর এই শাড়িটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা । তারা জানান, তবে শুধুমাত্র অযোধ্যার শ্রীরাম মন্দিরের জন্য মাত্র ১০০ টি এই বিশেষ শাড়ি তৈরি করা হচ্ছে, বাজারে বিক্রির জন্য নয় । এই শাড়ি দিয়ে শুধুমাত্র ভগবান রাম মন্দিরের পূজো মণ্ডপ ঘেরার কাজে ব্যবহার করা হবে।প্রাণ প্রতিষ্ঠার দিনে এই শাড়িটি অযোধ্যায় পাঠাবে সুরাট টেক্সটাইল মার্কেটের ব্যবসায়ীরা । তবে বিশেষ ধরনের শাড়ি তৈরিতে এর আগেও নজির সৃষ্টি করেছিল গুজরাটের সুরাটের টেক্সটাইল বাজার । এর আগে সার্জিক্যাল স্ট্রাইক, কাশ্মীর ফাইল শাড়ি তৈরি করে নজর কেড়েছিলেন গুজরাটের ব্যবসায়ীরা ।।
তথ্যসূত্র ও ছবি : সৌজন্যে ভিটিভি গুজরাটি ।