এখনো কি ঘুমের ঘোরে আমায় খুঁজিস?
সুপ্ত যন্ত্রণা না বলা কথাদের মনের ঘরে পুষে রাখিস ?
মনে পড়ে একদিন রোদেলা দুপুরে সুখের আঁচলে মুছিয়েছিলিস মুখ, কষ্টের পান্ডুলিপিগুলো ভাসিয়েছিলি পাহাড়িয়া ঝোড়ার গায়!!
আমি কিন্তু সেদিন হয়েছিলাম বিমুখ!!
যেদিন প্রেমের স্বরলিপি লিখেছিলাম চাঁদের গায় মনটা ভরে উঠেছিল সতেজতায়।
জানিনা কোন অভিমানে ফেলেছিলিস সেদিন দীর্ঘশ্বাস !!
বড্ড অসহায় মনে হয় আজ নিজেকে আকাশ, বাতাস, মাঠ, ঘাট বদলেছে সবটাই
আমি কিন্তু আজও প্রহর গুণিনা পাওয়া যন্ত্রনায়।
অসন্তোষের ডানা মেলে প্রতিটি পদক্ষেপে হোঁচট খাই ,
মনে হয় তোর কানে কানে বলি আমি ভালো নেই, আমি ভালো নেই !!
মন খারাপের বাক্সটা তোর হাতে তুলে দিতে চাই!!
যদি পারিস আমায় খুঁজে নিস , বৃষ্টি হয়ে আমার মনের ঘরে ঝরিস !!
আমার মনের ঘরে চুপসে যাওয়া পাতায় আবার জন্ম নেবে নতুন কিশলায় ভরে উঠবো সজীবতায়।।