এইদিন ওয়েবডেস্ক,কক্সবাজার,০৬ জানুয়ারী : কক্সবাজারের রামু সদরের বৌদ্ধ বিহারে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে ভস্মীভূত করার চেষ্টার ঘটনা ঘটেছে । জানা গেছে, শুক্রবার (৫ জানুয়ারি) রাত রাত ১ টা ৪৫ মিনিট নাগাদ রামু উপজেলা সদরের চেরাংঘাটাস্থ রাখাইন সম্প্রদায়ের দেড়শ বছরের পুরানো কাঠের তৈরি ‘উসাইচেন বৌদ্ধ বিহারে (বড় ক্যাং) এই নাশকতা চালানোর চেষ্টা চালানো হয় । এতে আগুনে বিহারটির কাঠের সিঁড়ির একাংশ পুড়ে গেলেও ব্যাপক ক্ষতি হয়নি । তবে ঘটনার ২০ মিনিটে আগে রামু ফায়ার সার্ভিস স্টেশনে ফোন করে অঅগ্নিসংযোগের আগাম খবর দেওয়া হয় বলে জানা গেছে । এরপরেই কেরোসিন ঢেলে বিহারটিতে আগুন ধরিয়ে দেয় এক যুবক । বিহারের সিসিটিভির ফুটেজে ধরা পড়া এই যুবক এবং ফোনে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া ব্যক্তিকে খুঁজছে আইন শৃঙ্খলা বাহিনী ।
ঘটনার পর থেকে আজ শনিবার (৬ জানুয়ারী) বিষয়টি নিয়ে কক্সবাজার জেলাব্যাপী নানা আলোচনা শুরু হয়। ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর রাতে রামুর ১২টি বৌদ্ধ বিহার, উপাসনালয়ে অগ্নিসংযোগ ও হামলা চালায় ইসলামি সন্ত্রাসীরা । একইসঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের ৩০টি বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। হামলার ঘটনায় পুলিশের করা ১৮টি মামলার ৯ বছরে বিচার হয়নি। ফলে শনিবার সকাল থেকে বিহারের আগুনের ঘটনা নানাভাবে বিশ্লেষণ করে প্রশাসন। ইতিমধ্যে বিহারের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ ও র্যাব।
বিহারটির ভিক্ষু জ্ঞানালংকার মহাথের জানান, রাতে সকলেই ঘুমিয়ে গিয়েছিল। ধোঁওয়া ও পোড়া গন্ধে সবার ঘুম ভেঙে যায়। সকলকে ঘুম থেকে তুলে বের হওয়ার চেষ্টা করলে প্রধান দরজা বন্ধ ছিল । পেছনের দরজা থেকে বের হয়ে আগুন দেখে চিৎকার করলে এলাকার লোকজন এসে আগুন নেভানো শুরু করে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসে এবং আগুন নেভায় ।।