এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৬ ডিসেম্বর : গরু পাচার, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির অঙ্ককেও ছাড়িয়ে গেছে রেশনে । মমতা ব্যানার্জির স্নেহধন্য ‘বালু’ তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক রাজ্যের খাদ্যমন্ত্রী থাকাকালীন ১০ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে কলকাতা নগর দায়রা আদালতে জানালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) । এদিকে এই মামলায় গ্রেফতার হয়েছে ‘বালু’র আরও এক ঘনিষ্ঠ বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তৃণমূল নেতা শঙ্কর আঢ্য । শুক্রবার সকাল থেকে রাত অব্দি তার একাধিক ঠিকানায় হানা দেয় ইডি । শঙ্কর আঢ্যর ১৯টি বৈদেশিক মুদ্রার এক্সচেঞ্জের ব্যবসা রয়েছে এবং তার সুযোগ নিয়ে শঙ্কর আঢ্য রেশন দুর্নীতির ২,৭০০ কোটি টাকা ইতিমধ্যেই দুবাইয়ে পাচার করে দেওয়া হয়েছে বলে আদালতে জানিয়েছে ইডি । বিগত প্রায় এক দশক ধরে এই কারবার চলছে বলে জানিয়েছে ইডি ।
গ্রেফতারির পর বনগাঁর তৃণমূল নেতা শঙ্কর আঢ্য ওরফে ‘ডাকু’ আঢ্যকে আজ কলকাতার জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করার পর নগর দায়রা আদালতে তোলা হয়েছিল । তদন্তকারী দলের আবেদন ক্রমে ধৃতকে ইডির হেফাজতে পাঠায় ।
বনগাঁর বিজেপি নেতা দেবদাস মন্ডল সাংবাদিকদের বলেন,’শঙ্কর আঢ্য চায়ের দোকান থেকে জীবন শুরু করেছিল । তারপর তিনি কিভানে কোটি কোটি টাকার মালিক হলে তা তদন্ত করে দেখা উচিত । একাধিক জায়গায় তার সম্পত্তি আছে । বনগাঁ শহরে তার অন্তত ২০০ কোটি টাকার সম্পত্তি আছে ৷ দুটো সোনার দোকান, দুটো কফি শপ আছে । এছাড়াও শঙ্কর আঢ্যর বহু সম্পত্তির খতিয়ান তুলে ধরেন দেবদাসবাবু ।।