এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৬ জানুয়ারী : দুর্নীতিতে আষ্টেপৃষ্টে জড়িয়ে পড়া রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় তদন্তকারী দলের বিরুদ্ধে সম্মুখ সমরে দাঁড়িয়ে পড়েছে । উত্তর ২৪ পরগণা জেলার সন্দেশখালি থানার সরবেড়িয়া গ্রামে সন্দেশখালি ১-ব্লকের সভাপতি তথা ২৪ পরগণা জেলা পরিষদের মত্স্য কর্মাধ্যক্ষ শাহজাহান শেখের বাড়িতে অভিযানে গিয়ে আক্রান্ত হতে হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারী দলকে । শুধু মারধর বা গাড়ি ভাঙচুরই নয়,ছিনতাই করে নেওয়া হয়েছে ইডির আধিকারিকদের ল্যাপটপ, টাকাপয়সা সহ যাবতীয় জিনিসপত্র । আজ শনিবার শাহজাহান শেখ,তার দুই ভাই ও বাবা-মায়ের বাড়ি ছিল তালাবন্ধ । শাহজাহানসহ সকলেই চম্পট দিয়েছে । এখন রেশন দুর্নীতি মামলায় মূল আসামি জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ দলীয় নেতা শাহজাহান শেখ বাংলাদেশে পালাতে পারে বলে আশঙ্কা করছে ইডি । সেজন্য তার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করা হয়েছে এবং বিএসএফ কে এই বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে বলে খবর ।
এদিকে ইডিকে পালটা চাপের কৌশল নিয়েছে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার । জানা গেছে,ইডির বিরুদ্ধে মোট দুটি এফআইআর (FIR) দায়ের করেছে রাজ্য পুলিশ । একটি এফআইআর দায়ের করা হয়েছে এদিন সকালে ন্যাজাট থানায় এবং অন্যটি বসিরহাট (Basirhat) জেলা পুলিশের পক্ষ থেকে রুজু করা হয়েছে একটি মামলা । এখন তদন্তকারী দলের উপর হামলার ঘটনায় রাজ্যের রাজ্যপাল ও কেন্দ্র সরকারের ভূমিকা কি হয়, সে দিকেই তাকিয়ে আছে রাজ্যবাসী।।