ইচ্ছে করে ডানা মেলে যাই ওই নীল আকাশ পারে।
ইচ্ছে করে পক্ষীরাজের পিঠে ওই মাঠ পেরিয়ে যাই তেপান্তরে।
ইচ্ছে করে ওই দিঘির মাঝে চুটিয়ে সাঁতার কাটি
ইচ্ছে করে পলাশ গাছের সারির ফাঁকে ভোরের হাওয়ায় হাঁটি।
ইচ্ছে করে আগের মত সবুজ খেতে পিকনিকেতে যাই
ইচ্ছে করে বন্ধুরা মিলে পৌষ পার্বণে যাই পিঠের মেলায়।
ইচ্ছে করে ছেলেবেলার সাথী নিয়ে খেলার মাঠে যাই
ইচ্ছে করে আগের মতো লাটাই নিয়ে আকাশ পানে চাই।
ইচ্ছে করে বন্ধুরা মিলে চুরি করে আমের আচার খেতে
ইচ্ছে করে আবার সেই পুরনো দিনগুলি ফিরে পেতে।
মন মন্দির- বলি, আজ হলো কি তোমার বল?
মনের ইচ্ছা মনেই থাক কার কি এসে গেল।
বয়স তোমার যতই বাড়ুক শিশু বোধ রেখো মনে
মনের বয়স কে আগলে রেখো থাকে যেন স্মরণে।।