এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৫ জানুয়ারী : হালাল খাবারের উপর নিষেধাজ্ঞায় অন্তর্বর্তীকালীন আদেশ দিতে অস্বীকার করল সুপ্রিম কোর্ট । তবে এবিষয়ে উত্তরপ্রদেশ সরকারকে নোটিশ জারি করা হয়েছে।
হালাল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কোম্পানির দায়ের করা একটি পিটিশনে বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি সন্দীপ মেহতার একটি বেঞ্চ রাজ্য সরকারের অবস্থান জানতে চেয়েছে । কিন্তু সুপ্রিম কোর্ট সরকারের সিদ্ধান্তে জরুরিভাবে হস্তক্ষেপ করতে অস্বীকার করে ।
এর আগে ইউপি সরকার ১৮ নভেম্বর ইউপি সরকার হালাল-স্ট্যাম্পযুক্ত খাদ্য সামগ্রীর উৎপাদন, বিক্রয় এবং বিতরণ নিষিদ্ধ করেছিল । এই নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের তরফে এই নোটিশ পাঠানো হয়েছে। তবে সুপ্রিম কোর্ট সেই আবেদনে অন্তর্বর্তীকালীন আদেশ দিতে অস্বীকার করে ।।