এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৫ জানুয়ারী : রেশন দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত রাজ্যের বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ উত্তর ২৪ পরগনার সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তদন্তে গিয়ে আক্রান্ত হয়েছেন ইডি আধিকারিক, সিআরপিএফের জওয়ানরা ও সংবাদমাধ্যম । বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ যে হামলায় রোহিঙ্গারা যুক্ত ছিল । এছাড়া রাজ্যের মুখ্যসচিব বি পি গোপালিকা ও রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের কাছ থেকে ঘটনার রিপোর্ট চেয়েছেন রাজ্যের রাজ্যপাল সি ভি আনন্দ বোস । পাশাপাশি সন্দেশখালির ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়ে একটি অডিও বার্তায় রাজ্যপাল বলেছেন,’সন্দেশখালির ঘটনায় আমি অত্যন্ত উদ্বিগ্ন । বাংলায় প্রায়ই জঙ্গলরাজ, গুন্ডারাজের ঘটনার খবর পাচ্ছি । এই ধরনে বর্বরতা বাংলায় বরদাস্ত করা হবে না ।সরকারকে শক্ত হাতে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, কিন্তু যদি ব্যবস্থা না নেয় তাহলে সংবিধান সংবিধানের পথে চলবে। সংবিধানের নিজস্ব দায়িত্ব, কর্তব্য আছে ।’
আজ শুক্রবার রেশন দূর্নীতি মামলায় উত্তর ২৪ পরগনার সন্দেশখালি থানার সরবেড়িয়া গ্রামে তৃণমূল কংগ্রেসের নেতা শেখ শাহজাহানের বাড়িতে হানা দেয় ইডির ৫ সদস্যের তদন্তকারী দল । ইডির দল শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে দেখতে পায় যে বাড়ির গেটের ভিতর থেকে তালা লাগিয়ে রাখা হয়েছে । অনেক ডাকাডাকি করেও তালা না খোলায় গেট ভাঙতে উদ্যত হয় সিআরপিএফ জওয়ানরা । আর এরপরেই শেখ শাহজাহানের প্রচুর অনুগামী মহিলা ও পুরুষ তাদের উপর হামলা চালিয়ে দেয় । ভাঙচুর করা হয় সংবাদ মাধ্যমের ক্যামেরা এবং সংবাদ মাধ্যমসহ তদন্তকারী দলের গাড়ি । হামালকারীরা ব্যাপক মারধর শুরু করলে ইডির তদন্তকারী দলের সদস্যরা পালিয়ে সন্দেশখালি থানায় গিয়ে আশ্রয় নেয় ।।