এইদিন ওয়েবডেস্ক,শ্রীনগর,০৫ ডিসেম্বর : জম্মু ও কাশ্মীরের শোপিয়ানে শুক্রবার সকালে নিরাপত্তা বাহিনী এবং সন্ত্রাসীদের মধ্যে একটি এনকাউন্টার শুরু হয়েছে । আজ শুক্রবার ভোররাতে শোপিয়ান জেলার চোটিগাম এলাকায় নিরাপত্তা বাহিনী এবং সন্ত্রাসীদের মধ্যে একটি এনকাউন্টার শুরু হয় বলে জানা গেছে । এখনো সেখানে এনকাউন্টার চলছে। পুলিশ, সেনা এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছেন বলে পুলিশ জানিয়েছে ।
অন্যদিকে, বুধবার রাত থেকে জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলার হাদিগামে সন্ত্রাসবাদী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধ চলছে। বৃহস্পতিবারও সংঘর্ষ অব্যাহত ছিল । সন্ত্রাসীদের লুকিয়ে থাকার তথ্যের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালায়। নিরাপত্তা বাহিনী সন্দেহজনক স্থানে পৌঁছলে আচমকাই সন্ত্রাসীরা গুলি চালায়। সেনাবাহিনীও পালটা গুলি চালায়।
এর আগে ২২ ডিসেম্বর জম্মুর পুঞ্চে সন্ত্রাসী হামলায় পাঁচ সেনা শহীদ হন। এর পরে, তিন বেসামরিক নাগরিকেরও সন্দেহজনক মৃত্যু হয় । পরিসংখ্যান অনুসারে, ২০২৩ সালে, জম্মু ও কাশ্মীরে ৮৭ জনেরও বেশি সন্ত্রাসবাদী, ৩৩ জন নিরাপত্তা বাহিনীর কর্মী এবং ১২ জনের বেশি বেসামরিক ব্যক্তি সহ সন্ত্রাসী হামলায় ১৩৪ জনেরও বেশি মৃত্যুর খবর পাওয়া গেছে ।।