এইদিন ওয়েবডেস্ক,সন্দেশখালি(উত্তর ২৪ পরগনায়),০৫ জানুয়ারী : রেশন দূর্নীতি মামলায় উত্তর ২৪ পরগনার সন্দেশখালি থানার সরবেড়িয়া গ্রামে তৃণমূল কংগ্রেসের নেতা শেখ শাহজাহানের বাড়িতে অভিযান চালাতে গিয়ে আক্রান্ত হলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের(ইডি) আধিকারিকরা । আক্রান্ত হয়েছে ইডির নিরাপত্তার দায়িত্বে থাকা সিআরপিএফ জওয়ানরাও । এমনকি সাংবাদিকদের উপরেও হামলা চালায় তৃণমূল নেতা শেখ শাহজাহানের দুষ্কৃতীবাহনী । ইডি আধিকারিক, সিআরপিএফ জওয়ান এবং সাংবাদিকদের ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ । এক সাংবাদিকের মাথা ফেটে যায় এবং বেশ কয়েকজন সাংবাদিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে । এদিকে এই হামলায় রোহিঙ্গাদের হাত রয়েছে বলে অভিযোগ তুলেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।
স্থানীয় সূত্রে খবর,আজ শুক্রবার সকালে রেশন দুর্নীতি মামলায় তদন্তের জন্য সন্দেশখালি থানার সরবেড়িয়া গ্রামে তৃণমূল কংগ্রেসের নেতা শেখ শাহজাহানের বাড়িতে গিয়েছিল ইডির ৫ সদস্যের একটি দল । তাদের নিরাপত্তার দায়িত্বে ছিলেন বেশ কয়েকজন সিআরপিএফ জওয়ান । সঙ্গে ছিল সংবাদ মাধ্যম ।
জানা গেছে,ইডির দল শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে দেখতে পায় যে বাড়ির গেটের ভিতর থেকে তালা লাগিয়ে রাখা হয়েছে । অনেক ডাকাডাকি করেও তালা না খোলায় গেট ভাঙতে উদ্যত হয় সিআরপিএফ জওয়ানরা । আর এরপরেই শেখ শাহজাহানের প্রচুর অনুগামী মহিলা ও পুরুষ তাদের উপর হামলা চালিয়ে দেয় । ভাঙচুর করা হয় সংবাদ মাধ্যমের ক্যামেরা এবং সংবাদ মাধ্যমসহ তদন্তকারী দলের গাড়ি । হামালকারীরা ব্যাপক মারধর শুরু করলে ইডির তদন্তকারী দলের সদস্যরা পালিয়ে সন্দেশখালি থানায় গিয়ে আশ্রয় নেয় ।
সূত্রের খবর শাহজাহান শেখ আশ্রিত দুর্বৃত্ত বাহিনী গ্রামে রীতিমতো টহল দিচ্ছে । পুলিশ সহ বাইরের কাউকে গ্রামে ঢুকতে দিচ্ছে না তারা । ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায় । তবে এদিন সকালে ইডির পৃথক একটি দল একই মামলায় উত্তর ২৪ পরগনার বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর শ্বশুরবাড়িতে হানা দিলে সেখানে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি বলে জানা গেছে ।
এদিকে ইডি ও সিআরপিএফ জওয়ানদের উপর হামলার ঘটনাকে ‘ভয়ঙ্কর’ বলে বর্ণনা করে এনআইএ-এর তদন্তের দাবি জানিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি নিজের ‘এক্স’ হ্যান্ডেলে হামলার মুহুর্তের কয়েকটি ভিডিও পোস্ট করে লিখেছেন,’ভয়ঙ্কর। পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সর্বনিম্ন স্তরে পৌঁছে গেছে । উত্তর ২৪ পরগনা জেলার টিএমসি নেতা শেখ শাহজাহানের বাড়িতে অভিযান চালানোর সময় নৃশংসভাবে আক্রান্ত হয়েছেন ইডির আধিকারিক ও সিআরপিএফের জওয়ানরা । আমার সন্দেহ যে রোহিঙ্গারা জাতীয় বিরোধী হামলাকারীদের মধ্যে উপস্থিত রয়েছে। আমি মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করছি; শ্রী অমিতশাহ জি, এইচএমওইন্ডিয়া, বেঙ্গল গভর্নর, ইডি,সিআরপিএফের ডিরেক্টর এই গুরুতর পরিস্থিতিকে বিবেচনা করে তদন্ত করুক এবং নৈরাজরার জন্য যথাযথ ব্যবস্থা নিক । এনআইএ-এরও বিষয়টি তদন্ত করা উচিত।।