এইদিন ওয়েবডেস্ক,তেহেরান,০৫ জানুয়ারী : ইরানের কেরমান প্রদেশের অভিবাসন বিভাগ ঘোষণা করেছে যে এই প্রদেশে সাম্প্রতিক ইসলামি স্টেটের (আইএসআইএস) হামলায় সাত মহিলা সহ ১২ আফগান নাগরিক নিহত হয়েছে। মৃত আফগান নাগরিকদের তালিকা অনুযায়ী, নিহত বাকি ছয়জন পুরুষ। রেজা নুরজাই, মোহাম্মদ কাসিম আহমাদি, মরিয়ম তাজিক, মোহাম্মদ মতিন আহমাদি, মোহাম্মদ তাজিক হিন্দ, নাজানিন ফাতেমেহ আজিজি, জাহরা ফাইজি, নাজিফ গফৌরি, নেমাতুল্লাহ আচাকজাই, লতিফাহ আচাকজাই, মাসুমেহ আচাকজাই এবং রাজ গোল আলিজি এই হামলার শিকার হয়েছেন । যদিও ইরানি কর্তৃপক্ষ হামলায় আহত আফগান নাগরিকদের সংখ্যা সম্পর্কে কিছু জানায়নি।
এদিকে ইরানে বিস্ফোরণের দায় স্বীকার করেছে আইএসআইএস । ৪ জানুয়ারি বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এই ঘোষণা করেছে । দায়েশ গ্রুপ প্রেস রিলিজে লিখেছে,’ইরানে দুটি আত্মঘাতী হামলার ফলে ৩০০ জনের বেশি শিয়া নিহত ও আহত হয়েছে। যেখানেই দেখবে খুন কর ।’ আইএসআইএস এই দুই আত্মঘাতী বোমা হামলাকারীর নাম ওমর আল-মোহাদ এবং সাইফুল্লাহ মুজাহিদ।
উল্লেখ্য, কেরমান প্রদেশে ইরানের বিপ্লবী গার্ড কর্পসের কুদস কমান্ডার কাসেম সোলেইমানি হত্যার চতুর্থ বার্ষিকীর অনুষ্ঠানে আইএসআইএস গ্রুপের দুটি পৃথক হামলায় ৭৩ জন নিহত এবং ১৭০ জনেরও বেশি আহত হয়েছিল । এর আগে, আফগানিস্তানের প্রাক্তন সরকারের কিছু কর্মকর্তা এবং দেশটির রাজনৈতিক নেতারা এই হামলার নিন্দা করেছেন এবং আঞ্চলিক ও বৈশ্বিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে যৌথ লড়াইয়ের ওপর জোর দিয়েছেন। তালিবানও এই হামলাকে ‘সন্ত্রাসী’ বলে নিন্দা করেছে। তালিবান আফগানিস্তানের দখল নেওয়ার পর লক্ষাধিক আফগানি প্রাণ ভয়ে ইরানে পালিয়ে গেছে ।।