একদিন দুনিয়া থেকে যাবো সবাই চলে
দু”দিনের এই রঙ্গমঞ্চে যাবো খেলা খেলে
পুতুল নাচের ইতির আগে শখ ছিলো যা
মিটিয়ে নেব সকল ইচ্ছে মনে ছিলো যা
ইচ্ছেগুলো স্বপ্নের মতো ঘুরতো আশেপাশে
বন্দি ছিলো এতদিন বাস্তবতার নাগপাশে
হঠাৎ যেনো পেয়ে গেলাম সব পেয়েছি আসর
ইচ্ছেগুলো ডানা মিললো কাটলো আঁধার ধুসর
ভালো থাকার মন্ত্র কেউ দেয়নি এসে
ভালোভাবে বাঁচতে শিখলাম নিজেকেই ভালোবেসে
মরণ তো একদিন সকলেরই আসে
কি হবে রাতদিন বয়সের অঙ্ক কষে!
এতদিন তো ডুবিয়ে ছিলে অতলান্তিক সাগরে
এখন আমি ভাসতে শিখেছি নিজের ডানার ভরে
দুঃখ দিতে দুঃখ ভীষণ মানুষ ভালো জানে
ক’জন মানুষ বাঁচতে শেখায় সুরে ছন্দে গানে!
আমার কাছে আমার জীবন মস্ত বড় দামি
জীবনে যত আঘাত পেয়েছি বুঝতে শিখেছি আমি
নতুন বছর নতুন আলোয় উন্মেষ হোক চেতনার
নব নব সৃষ্টির মাঝে উদ্ভাসিত হবো রইলো অঙ্গীকার ।।