জানো বেঁচে আছি এখনো
মৃত্যুর আহ্বান, করিনি!
লড়াই মনের শক্তি হয়তো,
অদম্য জেদ, হার মানতে শিখিনি।
হেরেও তো জেতা যায়
ক জন ই তার মর্ম বোঝে?
চোখ থেকেও যে ধৃতরাষ্ট্র,
কে তাকে আলো দেখাবে?
কতজন বলে কত না কিছু,
গুরুত্ব না বুঝে শুনি নি।
বাক্য বাণ চলে চলুক,
সবকিছু ঠিকঠাক? মুখ খুলিনি।
মুখে হাসি, মনে বিদ্রুপ!
বুঝে নেওয়া ভারি শক্ত,
পিঠ চাপড়ে, কখন ছুঁড়ি মারে,
নিশানায় কি তাঁরা ,অব্যর্থ?
কে শোনে কার কথা?
নিজেরটা বলতে ই ব্যস্ত!
রাখ, ঢাক, করতালের আওয়াজ
কৃত্রিমতার ছোঁয়ায় ঢেকেছে সত্য!
সত্য মিথ্যা আলো অন্ধকার খেলা,
সবটাই কি প্রমাণ সাপেক্ষ!
চোখ কান তো তোমারও আছে,
তবে কি, পক্ষপাতিত্ব না নিরপেক্ষ?
আমি সাধারণ, কেবল জনগণ,
জন গন মন গাই, প্রাণ ভরে,
গভীর রাতে ,ভাবছি বিশ্বাসে ,
ভোরের আলো ফুটবেই ,অন্ধকারের বুক চিরে….।।