দেখে পাই মর্মব্যথা অযথাই কত শব্দচয়ন
শব্দের অপচয় অসার দাম্ভিকতার আবাহন।
শব্দে হোক শতাব্দীর সকল কলুষিতার বিসর্জন
দিকে দিকে কবিতায় তার-ই হোক আয়োজন।
লেখনী হোক অগ্নস্ফুলিঙ্গ থাক নির্ভিক শব্দ
থেকে যাবে অনন্তকাল সব মহাপাতক জব্দ
সৃষ্টির অমর পাতায়, সুন্দরের সত্যেকে বসায়
কত কথামালা ভরা পাতায় বাস্তবতার ভাষায়।
খুলে দাও সব বন্ধন ওগো হুজুকের কবি
তুমিও এঁকে যাও এবার প্রতিবাদের ছবি।
ফুটে উঠুক কবিতায় মিলনের আহবান
কবির কবিতাই সম্বল কবিতাই ভগবান।
শব্দের দুয়ারে জমা থাক নির্ভিক আবেদন
কবি যে করে প্রাত্যহিক মানবতার আবাহন
দুহাত বাড়ায় ডেকে নেয় বুকে ধর্মীয় উদারতা
নেই, নেই দেখো সেথা আত্মস্তুতির বাহুলতা।
বহু যুগ হতে যুগান্তরে সৃষ্টি সুখের পদাবলী
সিদ্ধাচার্য রেখেছেন আত্মত্যাগের শব্দাবলি।
তুচ্ছ করেছে কবি প্রাণ মৃত্যুর সোপানতলে
রেখে যাও প্রমান চিহ্ন তুমিও কবি এ ভূতলে।।