এইদিন ওয়েবডেস্ক,বীরভূম,০৩ ডিসেম্বর : বীরভূম জেলার দুবরাজপুর থানার অন্তর্গত দুই গ্রামে এক রাতের মধ্যে পরপর ৪ মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে । চুরির ঘটনাগুলি ঘটেছে দুবরাজপুর থানার কৃষ্ণনগর গ্রামের পঞ্চগ্রামীণ শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু মন্দির,ওই মন্দিরের পুরোহিতের বাড়িতে । বাকি তিনটি চুরির ঘটনা ঘটেছে পার্শ্ববর্তী লোহা গ্রামের কালী মন্দির,চন্ডী মন্দির ও গোঁসাই মন্দিরে । শুধুমাত্র পঞ্চগ্রামীণ শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু মন্দির থেকে খোওয়া গেছে সোনারূপোর গহনা ও কাঁসা পিতলের বাসনপত্র মিলে লক্ষাধিক টাকার সামগ্রী চুরি গেছে বলে দাবি করেছেন মন্দির কর্তৃপক্ষ ।
জানা গেছে,দুবরাজপুর থানার কৃষ্ণনগর গ্রামের পঞ্চগ্রামীণ শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু মন্দিরটি প্রায় ৫০০ বছরের প্রাচীন । আজ বুধবার সকালে পুরোহিত পূজো করতে এসে দেখেন মন্দিরের গেটসহ দুটি তালা ভাঙা অবস্থায় রয়েছে । এরপর তিনি আশপাশের লোকজনদের ডেকে আনেন । তখন স্থানীয় বাসিন্দারা মন্দিরের ভিতরে ঢুকে দেখেন নিতাই গৌড়ের দুটি রুপোর চেন, কৃষ্ণ বলরাম সহ আরও বিগ্রহের ৬ টি রুপোর চেন,কৃষ্ণের বাঁশি ও মাথার মুকুট, নিত্যসেবার কাঁসা পিতলের বাসনপত্র এবং প্রনামী বাক্সের সমস্ত টাকা পয়সা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা । এছাড়া পুরোহিতের বাড়ির তালা ভেঙে ঘরে ঢুকে সোনার দুটি কানের গহনা ও চেন চুরি হয়ে গেছে বলে জানতে পারা যায় । কিছু পরেই জানতে পারা যায় যে পার্শ্ববর্তী লোহা গ্রামের কালী মন্দির,চন্ডী মন্দির ও গোঁসাই মন্দিরে মন্দিরেও দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে । ওই তিন মন্দির থেকে সর্বস্ব নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা । এদিকে চুরির খবর পেয়ে দুই গ্রামে তদন্তে যায় দুবরাজপুর থানার পুলিশ। তবে পুলিশ এখনো পর্যন্ত চুরির কোনো কিনারা করতে পারেনি বলে জানা গেছে ।।