এইদিন ওয়েবডেস্ক,জলন্ধর,০৩ ডিসেম্বর : রহস্যজনকভাবে খুন হলেন অর্জুন পুরস্কার প্রাপ্ত ভারত্তোলক দলবীর সিং দেওল ( Dalbir Singh Deol) । ৫৪ বর্ষীয় ওই ভারত্তোলক পাঞ্জাবের ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ডিএসপি) পদে কর্মরত ছিলেন । জলন্ধরের সাঙ্গুর জেলার বাস্তি বাওয়া খেল (Basti Bawa Khel)এলাকায় খালের ধারে মৃত তাকে অবস্থায় পাওয়া গেছে । দলবীর সিং দেওল ভারোত্তোলনে এশিয়ান গেমসের স্বর্ণপদক বিজয়ী ছিলেন তাঁকে ২০০০ সালে অর্জুন দিয়ে সম্মানিত করেছিল কেন্দ্র সরকার । প্রাথমিকভাবে পুলিশের অনুমান,তাকে খুন করে খালের ধারে দেহটি ফেলে দিয়ে গেছে ঘাতকরা । তবে ঠিক কি কারনে খুন করা হয়েছে তাকে,তা এখনো স্পষ্ট নয় । মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে সাঙ্গুর জেলা পুলিশ।
পরিবার সূত্রে খবর,৩১ ডিসেম্বর রাতে হঠাৎ নিখোঁজ হয়ে যান দলবীর সিং দেওল । পরের দিন সাঙ্গুর জেলার বাস্তি বাওয়া খেল এলাকায় বাসস্ট্যান্ডের পাশে খালের ধারে তার রক্তাক্ত মৃতদেহটি পড়ে থাকতে দেখা যায় । দলবীর সিংয়ের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল বলে জানিয়েছেন মৃতের ভাই রঞ্জিৎ সিং । বাসস্ট্যান্ড এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানতে পারে যে ঘটনার দিন দলবীর সিং এক সহকর্মীর বাইকে চড়ে স্ট্যান্ডে এসেছিলেন । তিনি কিভাবে ও কেন বাসস্ট্যান্ডের পাশে খালের ধারে গেলেন তা খতিয়ে দেখছে পুলিশ।
জানা গেছে,গত ১৬ ডিসেম্বর সাঙ্গুর জেলায় সংঘর্ষের ঘটনা ঘটেছিল । পপরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে ছুটে যান দলবীর সিং দেওল । সংঘর্ষ থামাতে তিনি গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন । এনিয়ে স্থানীয় বাসিন্দাদের একাংশের মধ্যে ক্ষোভ ছিল । ওই ক্ষোভের জেরেই দলবীর সিং খুন হলেন কিনা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে ।।