এইদিন ওয়েবডেস্ক,দুবাই,০৩ জানুয়ারী : তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সংযুক্ত আরব আমিরাকে হারাল আফগানিস্তান । নাভিন উল হক-কায়েস আহমেদর অসাধারণ বোলিংয়ে সহজ জয়ের স্বপ্ন দেখছিল আফগানিস্তান। কিন্তু আফগান ব্যাটসম্যানদের ব্যর্থতায় ১২৭ রানের লক্ষ্যকে বিশাল মনে হচ্ছিল এক সময় । অবশেষে অভিজ্ঞ নাজিবুল্লাহ জাদরানের ১৩ বলে ২৮ রানের দুর্দান্ত ইনিংসে সিরিজ জয় সম্ভব হয় । প্রত্যাশিত জয়ের মধ্য দিয়ে সিরিজ শুরু করলেও দ্বিতীয় ম্যাচে হেরে যায় আফগানিস্তান । তৃতীয় ম্যাচটি তাই রূপ নিয়েছিল অলিখিত ফাইনালে ।
প্রথমে ব্যাটিং করতে নেমেছিল সংযুক্ত আরব আমিরাত । কিন্তু নাভিন উল হকের বিধ্বংসী বোলিংয়ে খেই হারিয়ে ফেলে তারা । মাত্র ৫৬ রানে ৫ উইকেট হারালেও টেইলএন্ডারদের দৃঢ়তায় ১২৬ রানের সংগ্রহ পায় আরব আমিরাত। দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান আসে মোহাম্মদ ওয়াসিমের ব্যাট থেকে। এছাড়াও আলী নাসের খেলেন ২১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। আফগান বোলারদের পক্ষে নাভিন ৪ ও কায়েস ৩ উইকেট নিয়েছেন ।
অন্যদিকে ১২৭ রানের লক্ষকে সামনে রেখে জবাবি ব্যাটিং করতে নেমে ভালই সূচনা করেছিল আফগানিস্তান। কিন্তু চতুর্থ ওভারের দ্বিতীয় বলে রহমানুল্লাহ গুরবাজ ২০ রানে আউট হলে তারা ব্যাকফুটে চলে যায় । সেখান থেকে ইব্রাহিম জাদরানকে নিয়ে জয়ের পথে এগিয়ে যেতে থাকেন হযরতুল্লাহ জাজাই। দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে সহজ জয়ের স্বপ্ন দেখছিল আফগান সমর্থকরা। কিন্তু হঠাৎ বদলে যায় দৃশ্যপট। আরব আমিরাতের বোলারদের অসাধারণ বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আফগানরা। দলীয় ১০৩ রানে মোহাম্মদ নবী আউট হলে হারের চরম বেকায়দায় পড়ে যায় আফগানরা । শেষ পর্যন্ত নাজিবুল্লাহ জাদরান দলকে জয়ের লক্ষ্যে নিয়ে যান । তার মাত্র ১৩ বলে ২৮ রানের ইনিংসের মধ্য দিয়ে ইনিংসের ৯ বল বাকি থাকতে জয় পায় আফগানরা । মাত্র ২০ রানে ৪ উইকেট শিকার করে ম্যাচ সেরার পুরস্কার জেতেন নাভিন।।