এমন করে তাকাও কেন ?
নেব তোমার চোখ তুলে
তাকাতে হয় তাকাও সেথা
যে খায় তোমার বুক খুলে
অন্ধ নয় সবই দেখ
কেবল আঁটো কুলুপ মুখে
লাগবে না তো ভূতের পিছে
থাকবে বলে নিজে সুখে
সুখের লাগি নীরব মানুষ
থাকবে বল এমন কদিন
ঘরে যেদিন ঢুকবে শমন
করবেটা কি তুমি সেদিন ?
সেদিন যতই বাপ্ মা বলো
আসবে না কেউ ধারে কাছে
এতদিনের দাঁত বের করে
আজ কেউ দেখবেনা কাছে এসে
আমার নয়তো পরের এটা
আড় চোখে ওই মজায় চাওয়া
সময় এলেই পাওনা গন্ডার
হিসেবে ঠিক ঘুরে পাওয়া ।।