এইদিন ওয়েবডেস্ক,সৌদি আরব,০২ জানুয়ারী : মৃত্যুদণ্ড কার্যকর করার ক্ষেত্রে বিশ্বের দেশগুলির মধ্যে শীর্ষস্থানে রয়েছে ইসলামি রাষ্ট্রগুলি । সাম্প্রতিক একটা রিপোর্টে দেখা গেছে, ২০২৩ সালে ১৭০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব । এদের মধ্যে নববর্ষের প্রাক্কালে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ৪ জনকে । সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি উদ্ধৃত করে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, ৩১ ডিসেম্বর,রবিবার ৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। হত্যার দায়ে এদের দোষী সাব্যস্ত করা হয়েছিল। এদের মধ্যে দুজন ছিল উত্তর-পশ্চিমের শহর তাবুকের, রাজধানী রিয়াদের একজন এবং দক্ষিণ-পশ্চিমে জাজানের একজন।
প্রতিবেদন অনুযায়ী,২০২৩ সালে যাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল তাদের মধ্যে ৩৩ জন সন্ত্রাস সম্পর্কিত অপরাধের জন্য অভিযুক্ত ছিল। এছাড়া রাষ্ট্রদ্রোহের জন্য দোষী সাব্যস্ত ২ জন সৈন্যও ছিল। ডিসেম্বর মাসে মোট ৩৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল।
এদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, ২০২২ সালে চীন এবং ইরান ছাড়া বিশ্বের অন্য যেকোনো দেশের চেয়ে বেশি লোককে মৃত্যুদণ্ড দিয়েছে সৌদি আরব । দেশটি ২০২২ সালের মার্চ মাসে একদিনে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছিল। সে সময় এই ঘটনা বিশ্বজুড়ে ব্যাপক সমালোচিত হয় ।
সৌদি কর্তৃপক্ষ মৃত্যুদণ্ডকে শরিয়া আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে বিবেচনা করে। শরিয়াহ আইন হচ্ছে কোরানের শিক্ষার ওপর ভিত্তি করে ইসলামিক আইন । উল্লেখ্য, উপসাগরীয় দেশ সৌদি আরবে ২০২২ সালে মোট ১৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। ২০১৯ সালে এ সংখ্যাটি ছিল রেকর্ড ১৮৭ জন। মানবাধিকার কর্মীরা সৌদিদের এত বেশি সংখ্যক মৃত্যুদণ্ড দেওয়ার নিন্দা জানিয়েছে ।।