এইদিন স্পোর্টস নিউজ,০২ ডিসেম্বর : ২০০৮ সালে টি-২০ ফরম্যাটে ভারতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ(আইপিএল)-এর পথচলা শুরু । তারপর অল্প সময়ের মধ্যেই ক্রিকেট দুনিয়ার আলাদা ব্র্যান্ডে পরিণত হয়েছে কোটি টাকার ফ্র্যাঞ্চাইজি লিগটি । আইপিএল-এর সাফল্য দেখে পাকিস্থানে ২০১৫ সালে শুরু করা হয়েছিল পাকিস্তান সুপার লিগ (পিএসএল) । পাকিস্তান ক্রিকেট বোর্ডের উদ্দেশ্য ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডকে টেক্কা দেওয়া । কিন্তু আইপিএলকে ছোঁয়ার মতো কোনো পরিবেশ এখনও তৈরি করতে পারেনি পিএসএল । আর একথা কবুল করেছেন খোদ পাকিস্তানি ক্রিকেটার ওয়াসিম আক্রাম । তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে আইপিএল-এর সঙ্গে পিএসএলের কোনো তুলনাই চলে না । তবে পিএসএলকে মিনি আইপিএল বলে ব্যাখ্যা করেছেন আক্রাম । তিনি বলেন, ‘আইপিএল এবং পিএসএল দুইটাতেই কাজ করার অভিজ্ঞতা আছে আমার। এই দুটি টুর্নামেন্টের আসলে কোনো তুলনা হতে পারে না ।’ তিনি বলেন,’আপনি যাই বলুন না কেন, আইপিএলের বিশাল একটা টুর্নামেন্ট। পাকিস্তানেও পিএসএল অনেক বড় কিছু । এটা পাকিস্তানে মিনি আইপিএলের মতো ।’
জাতীয় দলের কোচ হওয়ার সুযোগ পেলে পাকিস্তান নয় অস্ট্রেলিয়েই হবে প্রথম পছন্দ,বলে জানালেন আক্রামের । তিনি বলেন, ‘আমি অস্ট্রেলিয়াকে বেছে নেব। আমার স্ত্রী সেখানকার অস্ট্রেলিয়ার বলে নয়। এর আসল কারণ হলো সেখানে চাপ খুব কম থাকে। আমি নিজের মতো করেই কাজ করতে পারব। তাতে কোনো সমস্যা হবে না।’।