এইদিন ওয়েবডেস্ক,হরিয়ানা,০২ ডিসেম্বর : হরিয়ানার পালওয়ালের উটাবাদ থানা এলাকার বাসিন্দা দুই বোনকে গনধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী আকরাম, শাহরুখ, জায়েদ ও তাসলিম ওরফে তসিসহ ৫ জনের বিরুদ্ধে । তার মধ্যে আকরাম ও শাহরুখ হল সহদর ভাই । শুধু তাইই নয়,গনধর্ষণের ভিডিও করে নির্যাতিতাদের তারা ব্লাকমেলিং শুরু করে আবার সম্পর্ক করার জন্য জোর দিচ্ছিল। দুই বোনই রাজি না হলে ছোট বোনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয় ধর্ষকরা । নির্যাতিতা তরুনীদের ভাই এই ভিডিও সম্পর্কে জানতে পেরে প্রতিবাদ করেন, এরপর অভিযুক্তরা তাকে মারধর করে এবং মুখ বন্ধ রাখার জন্য হুমকি দেয় বলে অভিযোগ । উটাবাদ থানার ইনচার্জ টেক সিং বলেছেন,নির্যাতিতাদের অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে। গণধর্ষণসহ অন্যান্য প্রয়োজনীয় ধারায় ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান ।
জানা গেছে,হরিয়ানার পালওয়ালের উটাবাদ থানা এলাকায় জঙ্গলমহলে বসবাস করে নির্যাতিতা তরুনীদের পরিবার । পরিবারটির মূল পেশা দুধ বিক্রি করা । তাদের কাছ থেকে দুধ কিনত শের খান নামে এক প্রতিবেশী । শের খানের ছেলে আকরাম ও শাহরুখ । অভিযোগ দুই ধর্ষিতা বোনের মধ্যে ছোট বোনের প্রতি কুনজর ছিল আকরাম ও শাহরুখের । এদিকে নির্যাতিতাদের বাবা অসুস্থ হয়ে পড়লে পরিবারের সবাই মিলে তাকে হাসপাতালে নিয়ে যায়। সেই সুযোগ কাজে লাগিয়ে ঘটনার দিন রাত ৯ টার দিকে আকরাম, শাহরুখ, জায়েদ ও তাসলিমসহ ৫ জন মিলে মাঠের মাঝে দুই বোনকে ধরে ফেলে। এই সময় শাহরুখ তাদের দিকে একটি দেশি পিস্তল তাক করে এবং ৫ জন মিলে গণধর্ষণ করে এবং সেই অশ্লীল ভিডিও নিজেদের মোবাইল ক্যামেরায় ভিডিও রেকর্ড করে রাখে । ঘটনার কথা কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেয় ধর্ষকরা । বাড়ি ফিরে আসার কিছুক্ষণ পর অভিযুক্তরা আবার দুই বোনকে ডেকে পাঠায়, কিন্তু তারা যেতে অস্বীকার করলে রেকর্ড করে রাখা ভিডিও ভাইরাল করে দেয় সোশ্যাল মিডিয়ায় ।।