এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০১ জানুয়ারী : কানাডায় বসবাসকারী ভারতে বিভিন্ন অপরাধমূলক ষড়যন্ত্রে লিপ্ত গ্যাংস্টার গোল্ডি ব্রারের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিয়েছে কেন্দ্র সরকার । আজ তাকে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের (ইউএপিএ) অধীনে সন্ত্রাসী ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক । গোল্ডি ব্রার সন্ত্রাসী সংগঠন বাব্বর খালসা ইন্টারন্যাশনালের সাথে যুক্ত বলে স্বরাষ্ট্র মন্ত্রকের একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ।
পাঞ্জাবের শ্রী মুক্তসর সাহেবের বাসিন্দা সন্ত্রাসী গোল্ডি ব্রারের আসল নাম সতিন্দর সিং ওরফে সতিন্দর সিংজিৎ সিং। সে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ডান হাত বলে পরিচিত । পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা হত্যা মামলার মাস্টারমাইন্ড গোল্ডি। তার নির্দেশেই বন্দুকধারীরা মুসেওয়ালাকে গুলি করে হত্যা করেছিল ।
গোল্ডি ব্রার ২০২১ সালে ভারত ছেড়ে কানাডায় পাকাপাকি ভাবে চলে যায় । এরপর থেকে কখনো কানাডা এবং কখনো যুক্তরাষ্ট্র থেকে সে ভারতে অপরাধী ও সন্ত্রাসী কর্মকান্ডের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে । সেখান থেকে একটি মডিউলের মাধ্যমে সে পাঞ্জাবে অপরাধমূলক কাজকর্ম নিয়ন্ত্রণ করে । বর্তমানে সে কানাডার ব্রাম্পটনে থাকে এবং খালিস্তান সন্ত্রাসীদের সাথে যোগ দিয়ে ভারত বিরোধী কাজ করছে ।।