গৌরনাথ চক্রবর্তী,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৩ মে : একই সংক্রমণে আক্রান্ত একের পর এক রোগীর মৃত্যু ঘটেছে গ্রামে । পরে কোভিড পরীক্ষা করালে একাধিক গ্রামবাসীর পজিটিভ রিপোর্ট আসে । যার জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া-২ ব্লকের পলসোনা গ্ৰাম পঞ্চায়েতের পলসোনা গ্ৰামে । বর্তমান পরিস্থিতির কারনে অনেক অসহায় দুঃস্থ মানুষদের দুবেলা ঠিকমত খাবার পর্যন্ত জুটছে না । ফলে তাঁদের দিন কাটছে অর্ধাহারে, অনাহারে । এই খবর পৌঁছতেই ওই সমস্ত মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল ভলি লাভারস টিম ও রেড ভলেন্টিয়ার্স নামে দুই সংগঠন ।
রবিবার ওই দুই সংগঠনের সদস্যরা চাল, ডাল, আলু, সয়াবিন,তেল,নুন,সাবান মাস্ক প্রভৃতি নিত্য প্রয়োজনীয় সামগ্রী প্যাকেট বন্দি করে গ্রামের কোভিড আক্রান্ত রোগীদের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিয়ে আসেন । সেই সঙ্গে তাঁরা রোগীদের খুঁটিনাটি বিষয়ে খোঁজখবর নিলেন । পাশাপাশি সচেতনতামূলক প্রচারের পাশাপাশি গ্রামবাসীদের পাশে থাকার আশ্বাস দিলেন ওই দুই সংগঠনের সদস্যরা ।
প্রসঙ্গত,বেশ কিছু দিন ধরেই কাটোয়া থানার পলসোনা গ্রামের বেশ কিছু গ্রামবাসীর জ্বর,কাশি, বমি আর সেই সঙ্গে শ্বাসকষ্ট উপসর্গ দেখা দেয় । এই বিগত একমাসের মধ্যে এই উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১২–১৪ জনের । অবশ্য কারোরই কোভিড পরীক্ষা হয়নি । ফলে মৃত্যুর কারন করোনা কিনা তা অজানা । সম্প্রতি গ্রামবাসীরা কোভিড পরীক্ষা করাতে শুরু করলে ৮০ জনের মধ্যে ১৭ জনের রিপোর্ট পজেটিভ আসে । তার পরেই নড়েচড়ে বসে প্রশাসন । বিগত কয়েক দিন ধরে প্রশাসনিকভাবে গোটা গ্রাম স্যানিটাইজেশন করা হচ্ছে । তার সঙ্গে চলছে সতর্কতামূলক প্রচার ।।