এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০১ জানুয়ারী : জাতীয় পতাকার রঙের আদাল,আর তাতে লেখা ‘বাংলার বিকল্প রাজনীতি’ লেখা রহস্যময় পোস্টার । কোচবিহার জেলা ছাড়িয়ে এবারে শহর কলকাতার অলিতে গলিতে দেখা মিললো ওই পোস্টার । পুরনো বছরের শেষ দিনে শ্যামবাজার, গড়িয়াহাট, পার্ক সার্কাস এলাকায় ওই রহস্যময় পোস্টারে কার্যত ছয়লাপ হয়ে গেছে । এমনকি প্রদেশ কংগ্রেসের সদর দফতর বিধান ভবনেও দেখা গেল ওই পোস্টার । যদিও ওই পোস্টারগুলি ছিঁড়ে দেয় কংগ্রেস কর্মীরা । এখন প্রশ্ন ওই রহস্যজনক পোস্টারের উৎস কে ? এই প্রশ্নের উত্তরে সর্বাগ্রে যার নাম সামনে আসছে,তিনি হলেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী । ওই পোস্টার প্রকাশ্যে আসার পর তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে, ‘বাংলার ভবিতব্য, বিকল্প রাজনীতি ।’ এছাড়া ‘ইন্ডি জোট’ এর বিরুদ্ধে প্রথম থেকেই তাঁকে সোচ্চার হতে দেখা গেছে । আর এই কারনেই ‘বাংলার বিকল্প রাজনীতি’র কথা শোনা গিয়েছিল তাঁর মুখে ।
সম্প্রতি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী বলেছিলেন,’কংগ্রেস জোট রাজনীতি করতে গিয়ে চোর, জোচ্চরদের সাথে একমঞ্চ শেয়ার করে নিজেদের সর্বস্ব খুইয়ে ফেলছে । মজার বিষয় হল,বিজেপি যেখানে ছোট দলের সঙ্গে জোট করে ওই দলগুলিকেই আত্মসাৎ করে নিচ্ছে, উলটো দিকে সেখানে কংগ্রেস ছোট দলের সাথে জোট করেছে সেখানে কংগ্রেস বিলীন হয়ে গেছে ।’ তিনি নিজের দলের নেতৃত্বের সমালোচনা করে বলেন,’সারা জীবন পরজীবি হয়ে থাকা,সারা জীবন জোট-জোট-জোট । কখনো আমাদের বলা হচ্ছে সিপিএমের হাত ধরো,কখনো বলা হচ্ছে তৃণমূলের হাত ধরো,বারংবার দলের এই অবস্থান পরিবর্তন মানুষ ভালোভাবে নেয় না । এত জোট নিয়ে আমাদের এত মাথা ব্যাথা কেন ?’
সম্প্রতি বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও প্রকাশ্য মঞ্চে কৌস্তভ বাগচীর এই অবস্থানকে সমর্থন করে তাঁকে বিজেপিতে যোগদানের জন্য আহ্বান জানিয়েছিলেন । যদিও রহস্যময় পোস্টার নিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর প্রতিক্রিয়া হল,’ক্ষু্দ্র সাময়িক স্বার্থের ফলশ্রুতি’ । তৃণমূল আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যও কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীকে নিশানা করে বলেছিলেন,’উনি তৃণমূলকে চোর-জোচ্চর বলছেন, অথচ কিছুদিন আগেই একজন চোরের সাথে মিছিলে হেঁটেছিলেন ।’
তবে ‘বাংলার বিকল্প রাজনীতি’র রহস্যময় পোস্টার কারা লাগাচ্ছে তা এখনো অজানা । এদিকে লোকসভা নির্বাচনের আগে এই পোস্টারকে ঘিরে রাজ্য রাজনীতিতে তৈরি হয়েছে নয়া জল্পনা। পরিবর্তনের রহস্যময় পোস্টারকে আসন্ন লোকসভা নির্বাচনের আগে রাজ্যে নতুন দলের আবির্ভাবের দিকে ইঙ্গিত করছেন অনেকে ।।