এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,০১ জানুয়ারী : খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান প্রদেশে পাকিস্তানি সেনা বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীর সংঘর্ষে ১ সেনা ও ৮ জন যোদ্ধা নিহত হয়েছে । পাকিস্তানি সেনাবাহিনী ৩১ ডিসেম্বর রবিবার এক বিবৃতিতে বলেছে, প্রথম ঘটনায় আফগানিস্তানের ভূখণ্ড অতিক্রম করে পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে যাওয়ার চেষ্টাকারী তিন যোদ্ধাকে দেশটির নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে । বিবৃতিতে বলা হয়, নিহত যোদ্ধাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক পাকিস্তানি সেনা উদ্ধার করছে ।
এই বিবৃতিতে আরও বলা হয়েছে যে উত্তর ওয়াজিরিস্তানে অবস্থিত স্পিনওয়াম এলাকায় একটি সীমান্ত চৌকিতে আফগানিস্তানের অভ্যন্তরে থেকে জঙ্গিদের হামলায় এই দেশের একজন সেনা নিহত হয়েছে। বলা হয়েছে,’পাকিস্তান সীমান্তে তার অবস্থান থেকে কার্যকর সীমান্ত ব্যবস্থাপনা নিশ্চিত করতে তালিবানকে ক্রমাগত বলা হচ্ছে ।
অন্য একটি ঘটনায়, বেলুচিস্তানের “আওয়ারান” অবস্থিত “ব্ল্যাক” এলাকায় পাকিস্তানি বাহিনীর অভিযানের ফলে অন্তত পাঁচ বিদ্রোহী নিহত হয়েছে।
উল্লেখ্য, ইদানীং তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) যোদ্ধারা খাইবার পাখতুনখাওয়া প্রদেশে এদেশের নিরাপত্তা বাহিনীর ওপর হামলা বাড়িয়েছে।
এছাড়াও, বেলুচিস্তান লিবারেশন আর্মি এই দেশের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত বেলুচিস্তানে পাকিস্তানি সৈন্যদের জন্য পরিস্থিতি কঠিন করে তুলেছে।
গত শনিবার পাকিস্তান সেনাবাহিনী ঘোষণা করেছে যে উত্তর ওয়াজিরিস্তানে দেশটির সেনাবাহিনী এবং টিটিপি যোদ্ধাদের মধ্যে সংঘর্ষের পর এই দলের পাঁচ সদস্য নিহত হয়েছে ।।