আস্তে আস্তে পশ্চিম আকাশে সূর্যটা প্রায় ঢলে পড়েছে
ক্ষণিকের কিছুটা অপেক্ষা, প্রহর গুনতে গুনতে সবাই ক্লান্ত,
ক্রমশঃ একটু একটু করে নিজেদের মধ্যে দূরত্ব বাড়ছে
যেনো বালুচরে পায়ের নীচের বালি ঢেউয়ের খেলায় দুরন্ত।
যা ভুল হয়েছে অথচ চিরসত্য সেকথার ইতিহাস সাক্ষী
তবুও ঠিকানা পাইনা খুঁজে দেখি নির্জনে একাকী দাঁড়িয়ে,
কেউ নেই কোনোখানে ধূ ধূ করে হৃদয় জুড়ে
চুপচাপ বসে আছি বেশ অলীক আচ্ছন্ন নিজেকে হারিয়ে।
আর কতদিন চলবে হাজার ঠিক ভুলের মাশুল গোনা
বেশ ছিলো ছেলেবেলা কেটেছে অন্তহীন হিসাব কষা ছাড়া,
গাইতে মন চায় সহচরী হাতে হাত ধরি ধরি
জানি পাবো না ফিরে, তবু মন বাঁধন হারা।
বদলে গেছি অনেকটা পরিনতও বটে, তবে সময়ের সাথে
আজকাল মন খারাপের কারণগুলো খুঁজতে লাগে না ভালো,
আড়াল করি দুঃখ গুলো হাসি মুখের মুখোশ পরে
নয়তো সহজ এমন করা চারিদিকে ছড়িয়ে আঁধার কালো।
ইচ্ছেরা আর মেলে না ডানা আকাশে ওড়ার প্রত্যাশায়
উৎসাহী মন পাগলপারা নেশা লাগে চোখে মুখে,
দিনের শেষে ঊষার কিরণ সিঁদুর রাঙায় গোধূলি বেলায়
পিছন ফিরে দেখলে পরে আবারও চোখ স্বপ্ন দেখে।
ভুলতে পারবো কেমন করে সোনা ঝরা সে দিনগুলো
পড়েনি ধুলো জমেনি ময়লা আজও কেমন আছে চেয়ে,
আসুক নেমে সন্ধ্যা যতোই যাবো না আমি কোনোমতে
দেবো ভালোবাসা উজার করে আগলে রাখবো এ হৃদয়ে।।