এইদিন ওয়েবডেস্ক,গুয়াহাটি,৩১ ডিসেম্বর : স্কুল বোর্ডে “আপত্তিকর মন্তব্য” লেখার জন্য স্কুল কর্তৃপক্ষের তিরস্কারের জেরে অসমের ১৩ বছরের তিন কিশোরী বিষপান করে আত্মঘাতী হয়েছে । ঘটনাটি ঘটেছে নিম্ন আসামের বাস্কা(Baska) জেলায় । মৃত তিন ছাত্রী সালবাড়ির সানবাড়ি স্কুলে (Sunbari School in Salbari) পড়াশোনা করত ।
জানা গেছে,শালবাড়ির সানবাড়ি স্কুলের ওই তিন ছাত্রী গত ৯ ডিসেম্বর স্থানীয় একটি শষ্যবীজের দোকান থেকে কীটনাশক সংগ্রহ করে এবং খাবারের সাথে মিশিয়ে খেয়েছিল । তিনজনই অসুস্থ হয়ে পড়ে এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে দু’জন চিকিৎসাধীন অবস্থায় মারা যায় । শনিবার (৩০ ডিসেম্বর) তৃতীয় ছাত্রীরও মৃত্যু হয় । মৃতদের প্রত্যেকের বয়স ১৩ বছর ।
পুলিশ একটি মামলা নথিভুক্ত করেছে এবং বীজের দোকানের মালিক মিয়াজান আলীকে গ্রেপ্তার করেছে, যখন স্কুল কর্তৃপক্ষ মেয়েদের প্রতি কোনও অন্যায় বা হয়রানির অভিযোগকে দৃঢ়ভাবে অস্বীকার করেছে৷ স্কুল প্রিন্সিপাল আজহারউদ্দিন আহমেদ মেয়েদের সিদ্ধান্তে স্কুলের কোনো সম্পৃক্ততার কথা স্পষ্টভাবে অস্বীকার করেছেন । তিনি জানান, বাক্সা পুলিশ ঘটনার তদন্ত করছে ।।