এইদিন ওয়েবডেস্ক,অযোধ্যা,৩০ ডিসেম্বর : আজকের দিনেই নেতাজী সুভাসচন্দ্র বোসের জন্য প্রথম স্বাধীনতার স্বাদ পেয়েছিল ভারতবাসী । ১৯৪৩ সালের ৩০ ডিসেম্বর দেশবাসীকে দু’শো বছরের পরাধীনতার গ্লানি থেকে মুক্ত করে আন্দামান নিকোবরের রাজধানী পোর্ট ব্লেয়ারের জিমখানা গ্রাউন্ডে দেশের জাতীয় পতাকা উত্তোলন করেন নেতাজী । উত্তরপ্রদেশের অযোদ্ধা রেলস্টেশনের উদ্বোধন করতে এসে ভারতের ইতিহাসের মহান ওই দিনটিকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । জনসভায় বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৪৩ সালে ৩০ ডিসেম্বর আন্দামানে প্রথম স্বাধীনতার পতাকা তুলেছিলেন নেতাজী সুভাসচন্দ্র বোস ৷ স্বাধীনতা আন্দোলনের এই পবিত্র দিনে স্বাধীনতার সংকল্পকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি ।’
জনসভার আগে অযোদ্ধায় রোড শো করে প্রধানমন্ত্রী মোদী । সড়ক পথের দুধারে কাতারে কাতারে মানুষ প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ফুল ছুড়ে তাঁকে অভ্যর্থনা জানান । অযোধ্যাধাম রেলওয়ে জংশনে তাঁকে স্বাগত জানাতে ভিড় জমায় বিপুল সংখ্যক মানুষ । সেই ভিড়ের মধ্যে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ফুল ছুড়ে তাঁকে স্বাগত জানাতে দেখা যায় এমন একজন ব্যক্তিকে যার পরিবার বাবরি মসজিদের জন্য দীর্ঘ আইনি লড়াই করেছিল ।বাবরি মসজিদ সমর্থক ইকবাল আনসারিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এক ঝলক দেখতে অযোধ্যাবাসীর ভিড়ে রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন। প্রধানমন্ত্রীর কনভয়টি আনসারির কাছে পৌঁছানোর সাথে সাথে তিনি প্রধানমন্ত্রী মোদীর গায়ে গোলাপের পাপড়ি বর্ষণ করেন।বাবরি মামলার বিচারক হাশিম আনসারির ছেলে ইকবাল আনসারিকে যখন প্রধানমন্ত্রী মোদীকে গোলাপ ফুল বর্ষণ করতে দেখা গিয়েছিল তখন একটি অনন্য দৃশ্যের সাক্ষী হয়েছিল গোটা অযোদ্ধা ।
আজ শনিবারের অযোদ্ধা সফর নিয়ে প্রধানমন্ত্রী ‘এক্স’ হ্যান্ডেলে লিখেছেন,’বিগত ৯ বছরে, ভারতে বিশ্বমানের পরিকাঠামো এবং সংযোগের অভূতপূর্ব প্রসার ঘটেছে। আজ রামময় অযোধ্যা ধামে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করে গর্বিত বোধ করছি ।’ জনসভায় বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী বলেন,’২০২৪ সালের ২২ জানুয়ারীর ঐতিহাসিক দিনটির জন্য গোটা ভারতবাসী অধির আগ্রহে অপেক্ষা করছেন ।’ এদিন প্রধানমন্ত্রীর হাত দিয়ে সূচনা হয় ২ টি অমৃত ভারত এবং ৬ টি বন্দে ভারত ট্রেনের । পাশাপাশি অমৃত ভারত ট্রেনে বসে কিছু স্কুলের পড়ুয়ার সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী মোদী । শিশুদের সঙ্গে সাক্ষাতের সময় দেখা গেল প্রধানমন্ত্রী মোদীর এক অনন্য স্টাইল । সোশ্যাল মিডিয়ায় তার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে প্রধানমন্ত্রীকে পড়ুয়াদের সাথে হাসি-ঠাট্টা করতে দেখা গেছে। শিশুরা যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি দেখায়, তখন প্রধানমন্ত্রী বলেন, ওই ছবিতে তাকে রাগান্বিত দেখাচ্ছে ।
এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ইউপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ,কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া প্রমুখ ।।