এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,৩০ ডিসেম্বর : সারনা ধর্ম কোডের দাবিতে ‘আদিবাসী সেঙ্গেল অভিযান’ -এর ডাকা ভারত বনধ পালিত হচ্ছে রাজ্য জুড়ে । আজ শনিবার বাঁকুড়া, মালদা, পুরুলিয়া,মেদিনীপুর ও উত্তরবঙ্গের একাধিকস্থানে সড়কপথ ও রেল অবরোধ করে রেখেছে আদিবাসী সংগঠনটি । জানা গেছে, পুরুলিয়া-বাঁকুড়া ৬০ এ জাতীয় সড়ক অবরোধ করে রাখা হয়েছে ৷ আদিবাসী সংগঠনের এই কর্মসূচির জেরে আজ মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে জঙ্গলমহল রুটের কোন বেসরকারি বাস বের হয়নি । রেল অবরোধ করা হয় পুরুলিয়ার কান্টাডি রেল স্টেশন ও মালদা জেলার গঙ্গারামপুর রেলস্টেশনে । গঙ্গারামপুর রেলস্টেশনে সকাল সাতটা নাগাদ তেভাগা এক্সপ্রেস এলে আটকে দেওয়া হয় ।
এছাড়া বাঁকুড়ার ছাতনা থানার অঙ্কিত মোড়ে বাঁকুড়া-শালতোড়া রাজ্য সড়ক অবরোধ করে শুরু বিক্ষোভ দেখায় আন্দোলনকারীরা । দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট বাসস্ট্যান্ড থেকে কোনো বেসরকারি বাস চলাচল করছে না । শুধুমাত্র দূরপাল্লার বাস আসছে এখানে । তবে সরকারি বাস চলাচল করছে বলে জানা গেছে । বাস ও ট্রেন সেভাবে না চলাচল করায় চুড়ান্ত নাকাল হতে হচ্ছে নিত্য যাত্রীরা । তবে শুধু পশ্চিমবঙ্গই নয়,ঝাড়খণ্ড, ওডিশা, ছত্তীসগঢ়, অসম ও বিহারেও এই কর্মসূচি পালন করছে আদিবাসী সংগঠন ‘আদিবাসী সেঙ্গেল অভিযান’ ।
প্রসঙ্গত,’সারনা ধর্ম’ কোড লাগুর দাবিতে প্রায় এক দশক ধরে আন্দোলন করছে আদিবাসী সংগঠনটি । তাদের দাবি যে আদিবাসীদের ‘সারনা ধর্ম’ সম্প্রদায়ের বলে চিহ্নিত করা হোক । তাদের যাতে মুসলিম বা খ্রিস্টান পরিচয়ে পরিচিত না হতে হয় সেজন্য জনগননায় পৃথকভাবে ‘সারনা ধর্ম’ উল্লেখ করে দেওয়া হোক । উল্লেখ্য,সারনা অনুসারীরা মূলত প্রকৃতির পূজারি, এই সম্প্রদায় নির্দিষ্ট কোনো দেবতার পূজো করে না ।।